ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রীন লাইনে তিন দিনের সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক। আগামী ২৬ এপ্রিল, শনিবার থেকে ২৮ এপ্রিল, সোমবার পর্যন্ত হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর-ফাইভ লাইনে বন্ধ থাকবে মেট্রো চলাচল (Kolkata Metro)। সূত্রের খবর, গোটা করিডোরে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন অংশের কমিশনিং পরিদর্শনের কাজের জন্য এই সিদ্ধান্ত।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, CBTC প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে স্বয়ংক্রিয় ট্রেন অপারেশন এবং উন্নত যাত্রী সুরক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে মেট্রোর ফ্রিকোয়েন্সি আরও উন্নত হবে, যা ভবিষ্যতে যাত্রী-পরিসেবাকে আরও কার্যকর করে তুলবে। এই পরীক্ষামূলক পর্ব সফল হলে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন অংশ চালু করার প্রস্তুতিও শেষ পর্যায়ে পৌঁছাবে।
আরও পড়ুন: SSC Scam: এসএসসি বিতর্কে নতুন মোড়, ১৮০৩ জনকে বাদ দিয়ে রাজ্যের নতুন ‘যোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ!
এই তিন দিনের ট্র্যাফিক ব্লকের সময়, শিয়ালদহ মেট্রো স্টেশন এবং ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ স্টেশনের মধ্যে সংযোগকারী সাবওয়ে-ও বন্ধ রাখা হবে (Kolkata Metro)। ফলে যাত্রীদের অন্যপথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে।
ইডেনের ম্যাচের দিনও মিলবে না পরিষেবা (Kolkata Metro)
একইসঙ্গে, ২৬ এপ্রিল, শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ, যেখানে বহু দর্শক উপস্থিত থাকবেন। সাধারণত ম্যাচের দিন যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রাতে বিশেষ ট্রেন পরিষেবা দিয়ে থাকে। ট্র্যাফিক ব্লকের কারণে বিশেষ মেট্রো পরিষেবাও মিলবে না গ্রীন লাইনে (Kolkata Metro)। তবে মেট্রো রেল জানিয়েছে, ব্লু লাইনে নির্ধারিত বিশেষ পরিষেবা সেই রাতে চালু থাকবে।
এছাড়াও, ব্লু লাইনে এই সময়ে স্বাভাবিক পরিষেবা অব্যাহত থাকবে এবং পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা ২৮ এপ্রিল, সোমবার থেকে যথারীতি শুরু হবে। যাত্রীদেরকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে।