Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বুধবার মুখ্য আলোচনার কেন্দ্রবিন্দু কর কাঠামোয় বড় রদবদল(GST Council Meeting)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে চার স্তরের বদলে মাত্র দুটি করের স্তর রাখার। বর্তমানে ৫%, ১২%, ১৮% এবং ২৮%—এই চারটি ধাপের বদলে নতুন কাঠামোয় থাকবে কেবল ৫% ও ১৮%।
দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসে স্বস্তি (GST Council Meeting)
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১২% স্ল্যাবে থাকা ৯৯% পণ্যকে আনা হবে ৫% করের আওতায়(GST Council Meeting)। এতে উপকৃত হবে সাধারণ মানুষ। ঘি, বাদাম, ২০ লিটারের প্যাকেজড জল, নন-অ্যারেটেড পানীয়, নেমকিন, ওষুধ ও মেডিক্যাল ডিভাইস—সবই ৫% করের আওতায় চলে আসতে পারে। একই সঙ্গে পেন্সিল, ছাতা, সাইকেল, হেয়ারপিনের মতো সাধারণ গৃহস্থালি সামগ্রীর দামও আরও কমতে পারে।
ইলেকট্রনিক পণ্যে কর ছাড় (GST Council Meeting)
বড় ধরনের স্বস্তি মিলতে পারে ইলেকট্রনিক যন্ত্রপাতিতেও(GST Council Meeting)। বর্তমানে ২৮% করের আওতায় থাকা টেলিভিশন, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরকে ১৮% স্ল্যাবে আনার প্রস্তাব রয়েছে। এতে সাধারণ ক্রেতাদের কাছে এই পণ্যগুলি অনেক বেশি সাশ্রয়ী হয়ে উঠতে পারে।
বিলাসপণ্যে নতুন ৪০% কর (GST Council Meeting)
অন্যদিকে বিলাসপণ্য ও তথাকথিত ‘সিন গুডস’-এর উপর চাপানো হতে পারে বাড়তি কর(GST Council Meeting)। প্রস্তাব অনুযায়ী, এই ধরনের পণ্যের জন্য আলাদা ৪০% স্ল্যাব চালু করা হবে। উচ্চমানের গাড়ি, এসইউভি ও প্রিমিয়াম গাড়িগুলি—যেখানে এখন ২৮% করের সঙ্গে ক্ষতিপূরণ সেস ধার্য করা হয়—সেগুলিকে সরাসরি ৪০% স্ল্যাবে আনা হতে পারে। তামাকজাত দ্রব্য, প্যান মসলা ও সিগারেটের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হতে পারে।

আরও পড়ুন : Himalayan Glacial Lakes : আকার বাড়ছে হিমবাহ গলা ৪০০-র বেশি হ্রদের! ঝুঁকি বাড়ছে হিমালয়ে
ইলেকট্রিক যানবাহনের (ইভি) উপরও বিশেষ নজর দেওয়া হয়েছে। সুলভ ইভিগুলির জন্য ৫% কর হার প্রস্তাব করা হলেও, প্রিমিয়াম ইভিগুলির উপর আলাদা উচ্চ কর বসানো হবে কি না তা নিয়ে এখনও আলোচনা চলছে।
বিরোধী রাজ্যগুলির আপত্তি (GST Council Meeting)
তবে এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক বিরোধী শাসিত রাজ্য—যেমন পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক, হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ড(GST Council Meeting)। তাদের অভিযোগ, এই কর ছাড়ের ফলে রাজস্ব আদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কেন্দ্রকে স্পষ্ট ক্ষতিপূরণ নীতির দাবি জানিয়েছে তারা।
উল্লেখযোগ্য বিষয়, ২০১৭ সালে জিএসটি চালুর সময়ে কেন্দ্র পাঁচ বছরের জন্য রাজ্যগুলিকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল, যা বিলাস ও ক্ষতিকর পণ্যের উপর সেস বসিয়ে সংগ্রহ করা হত। তবে সেই ব্যবস্থার মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। এখন রাজ্যগুলির দাবি, নতুন ৪০% স্ল্যাবে যে অতিরিক্ত কর উঠবে, সেটি সরাসরি রাজ্যগুলির তহবিলে বরাদ্দ করা হোক।

আরও পড়ুন : India Russia Oil Trade : ট্রাম্পের শুল্ক কোপের মাঝে রাশিয়া থেকে তেল কিনে কত লাভ ভারতের?
সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপট (GST Council Meeting)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে কর ব্যবস্থাকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পরেই কেন্দ্র এমন প্রস্তাব সামনে আনল। ইতিমধ্যেই মন্ত্রীদের গোষ্ঠী (GoM) নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। ৩ ও ৪ সেপ্টেম্বরের বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সামনে কী অপেক্ষা করছে? (GST Council Meeting)
এই সংস্কার কার্যকর হলে এটি হবে জিএসটির ইতিহাসে অন্যতম বড় পরিবর্তন। সাধারণ ভোক্তাদের জন্য সস্তা হবে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ইলেকট্রনিক সামগ্রী, আর বিলাসপণ্য ও ক্ষতিকর দ্রব্যের উপর করের বোঝা বাড়বে। এখন দেখার বিষয়, কেন্দ্র কীভাবে রাজ্যগুলির উদ্বেগ কাটিয়ে এই সংস্কারকে কার্যকর করতে পারে।