Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন করে দেশজুড়ে (GST) আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়- জিএসটি ২.০। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আসন্ন ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে পণ্য ও পরিষেবা করের নতুন কাঠামো।
কী কী বদল এল জিএসটিতে? (GST)
সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে কর হারের (GST) স্তরে। এতদিন পর্যন্ত যেখানে ৫%, ১২%, ১৮% ও ২৮%- এই চার স্তরের জিএসটি কাঠামো ছিল, এবার সেখানে ১২% ও ২৮% স্তর সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তার বদলে জিএসটি হার থাকবে মূলত ৫% এবং ১৮%। তবে কিছু নির্দিষ্ট পণ্যের জন্য রাখা হয়েছে নতুন একটি উচ্চ কর হার-৪০%।

এতে সাধারণ ভোক্তাদের সবচেয়ে বড় সুবিধা হল, আগে যেসব পণ্য ১২% বা ২৮% করের আওতায় ছিল, সেগুলির দাম এখন গড়িয়ে আসবে ৫% বা ১৮%-এ। অর্থাৎ, অনেক পণ্যের উপর কমবে মোট করের পরিমাণ, এবং সেই অনুযায়ী বাজারে সস্তা হবে সেইসব জিনিসপত্র।
কতটা সাশ্রয় হবে আপনার?
এই প্রশ্নের উত্তর পেতে আর অনুমানের আশ্রয় নিতে হবে না। সঞ্চয় হিসাবের জন্য কেন্দ্র চালু করেছে একটি বিশেষ ওয়েবসাইট-savingswithgst.in। এই পোর্টালের মাধ্যমে জানা যাবে, আপনি প্রতিদিন যেসব পণ্য ব্যবহার করেন, তার উপর কতটা জিএসটি লাগছে এবং নতুন কাঠামোয় কত টাকা সাশ্রয় হতে পারে।
আরও পড়ুন: Lunar Eclipse: রবিবার রাতের আকাশে বিরল দৃশ্য, কতক্ষণ ধরে দেখা যাবে ‘ব্লাড মুন’?
চালের থেকে সাবান, দুধ থেকে ডিটারজেন্ট, ইলেকট্রনিকস থেকে পোশাক-প্রতিটি খাতে আলাদা হিসাব পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এটি চালু হচ্ছে শনিবার থেকে।
সাধারণ মানুষের জন্য কতটা লাভজনক?
সরকারের দাবি, এই পরিবর্তন জিএসটি ব্যবস্থাকে আরও সরল ও স্বচ্ছ করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এতে ব্যবসায়ীদের সুবিধার পাশাপাশি সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন। তবে বিরোধীরা একে ৮ বছর পর পুরনো ভুল সংশোধন বলেই কটাক্ষ করছে।
আরও পড়ুন: Lunar Eclipse: রবিবার রাতের আকাশে বিরল দৃশ্য, কতক্ষণ ধরে দেখা যাবে ‘ব্লাড মুন’?
তা সত্ত্বেও, অনেক অর্থনীতিবিদের মতে, ২৮% করের আওতায় থাকা বহু প্রয়োজনীয় পণ্য এখন ১৮%-এ পাওয়া গেলে তা মাসিক বাজেটের উপর উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে, ১২% থেকে ৫%-এ নামা পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।