ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গাল্ফ অফ মেক্সিকো বা মেক্সিকো উপসাগরের নাম বদলে(Gulf Of America) দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার দক্ষিণে এবং মেক্সিকোর পূর্ব দিকে থাকা এই উপসাগরের নাম দেওয়া হয়েছে ‘গাল্ফ অফ আমেরিকা’। রবিবার এক প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এই নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ৯ ফেব্রুয়ারি তারিখকে ‘গাল্ফ অফ আমেরিকা ডে’ হিসাবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন।
মেক্সিকোর উপকূলের অধিকাংশই উপসাগরের তীরে (Gulf Of America)
ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই আমেরিকার দক্ষিণে অবস্থিত এই উপসাগর ‘মেক্সিকান বে’ (সেনো মেক্সিকো) হিসাবে পরিচিত। স্প্যানিশরা পরবর্তীকালে এর নাম দিয়েছিলেন গাল্ফ অফ মেক্সিকো। কারণ মেক্সিকোর উপকূলের অধিকাংশই রয়েছে এই উপসাগরের তীরে। সেই কারণেই এই নামকরণ হয়েছিল বলে জানা যাচ্ছে(Gulf Of America)। গাল্ফ অব মেক্সিকোর উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বে রয়েছে আমেরিকার একাধিক প্রদেশ। সেগুলি হলো টেক্সাস, লুইজ়িয়ানা, মিসিসিপি, আলাবামা এবং ফ্লোরিডা। এই উপসাগরের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে রয়েছে কিউবা। উপসাগরের পশ্চিম এবং দক্ষিণে রয়েছে মেক্সিকো।
২০ দিনের মধ্যেই নাম পরিবর্তনের অর্ডার (Gulf Of America)
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনেই ট্রাম্প বলেছিলেন, ‘গাল্ফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে আমরা রাখব গাল্ফ অফ আমেরিকা(Gulf Of America)।’ সেই ঘোষণার ২০ দিনের মধ্যেই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের তরফে। এই নাম পরিবর্তন কার্যকর করতে ইউএস সেক্রেটারি অফ দ্য ইনটেরিয়রকে ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:Operation Devil Hunt: ‘ডেভিল হান্ট’ অভিযানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে অবস্থান স্পষ্ট করলো ইউনূস সরকার
ইতিহাসের পুনরুদ্ধার
মার্কিন কোস্ট গার্ড নতুন নামের ব্যবহার শুরুও করে দিয়েছে। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, ‘আমার প্রশাসন ইতিহাসের পুনরুদ্ধার এবং সফলতার সঙ্গে আমেরিকার হৃত গৌরব ফিরিয়ে আনার কাজ করছে। গাল্ফ অফ আমেরিকার(Gulf Of America) নাম পরিবর্তনের এই গর্বের মুহূর্তকে স্বাগত জানানো উচিত।’
গুগ্ল মানচিত্র ‘গালফ অব আমেরিকা’
ট্রাম্পের নির্দেশনামা মেনে গুগ্ল কর্তৃপক্ষও আমেরিকায় ব্যবহারকারীদের জন্য মেক্সিকো উপসাগরের নাম বদলেছেন। ‘গালফ অব মেক্সিকো’র (মেক্সিকো উপসাগর) পরিবর্তে গুগ্ল মানচিত্রে সেটি চিহ্নিত হয়েছে ‘গালফ অব আমেরিকা’ (আমেরিকা উপসাগর) নামে। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গুগলের তরফে জানানো হয়েছে, “আমাদের একটি দীর্ঘদিনের প্রথা হল সরকারি উৎসে নাম পরিবর্তন হলে তা আমাদের মানচিত্রেও প্রতিফলিত করা।”
We’ve received a few questions about naming within Google Maps. We have a longstanding practice of applying name changes when they have been updated in official government sources.
— News from Google (@NewsFromGoogle) January 27, 2025
মাউন্ট ডেনালিকে মাউন্ট ম্যাককিনলেতে পরিবর্তন
মার্কিন প্রেসিডেন্ট উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ডেনালিকে তার পূর্বের নাম মাউন্ট ম্যাককিনলেতে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ১৯১৭ সালে ২৫তম মার্কিন রাষ্ট্রপতির নামানুসারে এই পর্বতের নামকরণ করা হয়েছিল ম্যাককিনলে, কিন্তু ২০১৫ সালে ওবামা প্রশাসন আলাস্কার আদি নাম ডেনালি পুনরুদ্ধার করে। রাষ্ট্রপতি ম্যাককিনলি শুল্ক এবং প্রতিভার মাধ্যমে আমেরিকাকে ধনী করতে সাহায্য করেছেন এ কথা স্মরণ করিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া
ট্রাম্প তার নাম পরিবর্তনের সিদ্ধান্তের জন্য আদিবাসী গোষ্ঠীগুলির সমালোচনার মুখোমুখি হয়েছেন। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কি মাউন্ট ডেনালি নাম পরিবর্তনের বিরোধিতা করেছিলেন, জোর দিয়ে বলেছিলেন যে ডেনালি নামটি হাজার হাজার বছর ধরে আদিবাসীরা ব্যবহার করে আসছে। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের বিষয়ে, মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম হাস্যরসের সাথে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন, ব্যঙ্গাত্মকভাবে পরামর্শ দিয়েছেন যে উত্তর আমেরিকার নামকরণ “মেক্সিকান আমেরিকা” করা উচিত বলে।