ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে (Gun Firing At Durgapur Hospital) ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায় শুক্রবার রাতে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে হাসপাতালে গুলি চালিয়ে দিলেন রোগীর আত্মীয়েরা। কমপক্ষে ৩ রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ উঠেছে। যদিও গুলি লেগে কেউ হতাহত হননি। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যত্র স্থানান্তরের পরামর্শ (Gun Firing At Durgapur Hospital)
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দিন দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল (৫৩) পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হন (Gun Firing At Durgapur Hospital)। তাঁর আঘাত গুরুতর ছিল বলেই আরও ভাল মানের চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হলেও তাতে তেমন কর্ণপাত করেননি রোগীর পরিবারের কেউ বলে অভিযোগ। যদিও রোগীর পরিবারের সদস্যদের পাল্টা দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনও যোগাযোগই করেনি।
নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন (Gun Firing At Durgapur Hospital)
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে গতকাল রাতে হাসপাতালে বিক্ষোভ দেখান বাসুদেব পালের পরিবারের সদস্যরা। এই বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ (Gun Firing At Durgapur Hospital)। আর এই ঘটনা নিয়ে রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তারা রোগীকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু তাদের দেখা করতেও দেওয়া হয়নি। তাই বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের লোকজন। ওই রোগীর পরিবারের সদস্যেরা একসঙ্গে হাসপাতালে ঢুকতে চান এবং চিকিৎসকের সঙ্গে দেখা করবেন বলে দাবি করেন। স্বাভাবিক ভাবে হাসপাতালে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেন।
আরও পড়ুন: Murshidabad Waqf Violence: রাজ্যপাল বোসকে সামনে পেয়ে অত্যাচারের কথা শোনালেন ধুলিয়ানের মহিলারা
আগ্নেয়াস্ত্র নিয়ে তিন রাউন্ড গুলি
হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিবারের লোকজনের। পুলিশের উপস্থিতিতেই একজন আগ্নেয়াস্ত্র নিয়ে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপর দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তাপস রায়, অমিত কর্মকার, অনিমেষ পাল ও অজিত হাজরা নামে চারজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।