ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের অন্যতম জনপ্রিয় সমুদ্রতট মন্দারমণিতে মিলল আগ্নেয়াস্ত্র! পর্যটক বেশে বেড়াতে এসে বন্দুকসহ ধরা পড়লেন এক যুবক। মালদহের বাসিন্দা ওই ব্যক্তি ঘোরাঘুরির মাঝেই গোপনে আগ্নেয়াস্ত্র (Gun Recovered) বহন করেছিলেন বলে পুলিশের দাবি। এই ঘটনার পরই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার স্মৃতি উসকে গিয়ে আতঙ্ক পর্যটক এবং স্থানীয়দের মধ্যে।
ধৃত যুবকের নাম কৌশিক রায় (৩২)। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার রায়পাড়া এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে তিন দিন আগে দিঘা বেড়াতে এসে পরে মন্দারমণিতে চলে আসেন। একটি হোটেলে ওঠার পরই তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয় পুলিশের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি উপকূল থানার পুলিশ শুরু করে নজরদারি।
সৈকতে ঘোরাঘুরির সময় নজরে পড়ে কৌশিক (Gun Recovered)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৌশিক হোটেলে না থেকে সমুদ্রতটেই ঘোরাঘুরি করছিলেন। সেখানে তাঁর চলাফেরায় সন্দেহ হয় পুলিশের। শুরু হয় নজরদারি। পরে হোটেলে ফিরে আসার সময় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি নাইন এমএম পিস্তল। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে (Gun Recovered)।
পুলিশ জানিয়েছে, পরিবারের কেউ এই বিষয়ে কিছু জানতেন না। তাই তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কোন উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র? উঠছে প্রশ্ন (Gun Recovered)
কৌশিক কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দারমণির মতো পর্যটনস্থলে এসেছিলেন, তা নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন। তাঁর সঙ্গে কোনও অপরাধ চক্র জড়িত কি না, অথবা বড়সড় কোনও হামলার ছক ছিল কি না, এসবই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: India Pak Ceasefire : সোমবার রাতে সাময়িক ড্রোন দেখা গেলেও শান্ত ছিল সীমান্ত! খবর নেই সংঘর্ষের
মন্দারমণি উপকূল থানার ওসি অর্কদীপ হালদার বলেন, “একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।”
খতিয়ে দেখছে পুলিশ (Gun Recovered)
ঘটনার পর মন্দারমণি উপকূল থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে মালদহের মোথাবাড়ি থানার সঙ্গে। কৌশিক রায়ের অপরাধমূলক কোনো অতীত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, পর্যটক এলাকায় এমন ঘটনা সামনে আসায় আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য পর্যটকরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা বেষ্টনী কোথায়? কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে (Gun Recovered) এক ব্যক্তি পর্যটক সেজে হোটেলে ওঠেন?