Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সকাল সাড়ে ন’টার সময় গুরুগ্রামের সেক্টর ১৫-তে হঠাৎই হইচই পড়ে যায় (Gurugram)। চোখের সামনে এক ৩০ বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন তাঁরই স্বামী, ৩৭ বছরের করণ সিং।
রাস্তায় হঠাৎ চিৎকার (Gurugram)
ব্যস্ত রাস্তায় হঠাৎ চিৎকার শুনে দৌড়ে আসতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় তরুণীকে। তাঁর গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাদের পরিচিয় কী ? (Gurugram)
মৃতার নাম ধন্যি তরফে পাপিতা, তিনি পেশায় ছিলেন পরিচারিকা। পুলিশ সূত্রে খবর, ধন্যি দীর্ঘদিন ধরে স্বামী করণ সিংয়ের সঙ্গে বনিবনা করতে পারছিলেন না। করণ নিয়মিত তাঁকে মারধর করতেন। অশান্তির জেরে স্ত্রী আলাদা হয়ে গুরুগ্রামের প্যাটেল নগরে সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। করণ তবে দিল্লির পীতমপুরায় বসবাস শুরু করেন।
কী কারণে এই খুন? (Gurugram)
মৃতার ভাই থানায় অভিযোগ জানান যে, দাম্পত্য কলহের কারণেই এই খুন। সেই ভিত্তিতে পুলিশ অভিযুক্ত করণকে গ্রেপ্তার করেছে। জেরায় করণ নিজেই স্বীকার করেছে, পুরনো ঝামেলার জেরে রাগের মাথায় তিনি স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে পাঁচবার কোপান।
আরও পড়ুন : London: লন্ডনের রাস্তায় জনস্রোত, চাপে সরকার বিস্ফোরণ আগুন
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা (Gurugram)
গুরুগ্রামের ঘটনার কয়েক মাস আগেই এ বছর এপ্রিল মাসে ঘটেছিল আরও এক মর্মান্তিক ঘটনা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দাম্পত্য কলহের জেরে প্রাণ হারান মাত্র ২৭ বছরের অনুষা। তাঁর স্বামী জ্ঞানেশ্বর তাঁকে নৃশংসভাবে খুন করেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে অনুষা ও জ্ঞানেশ্বরের মধ্যে বচসা চরম আকার ধারণ করে। কথার ঝগড়া একসময় এতটাই তীব্র হয়ে ওঠে যে, রাগের মাথায় জ্ঞানেশ্বর স্ত্রী অনুষার গলা টিপে ধরেন। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন আট মাসের অন্তঃসত্ত্বা তরুণী।