ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের আরজি কর মেডিক্যাল কলেজের ন্যায় আরও একটি পাশবিক ঘটনা ঘটতে দেখা গেল মধ্যপ্রদেশে (Gwalior Rape Case)। আবারও ধর্ষণের শিকার এক জুনিয়ার ডাক্তার। মধ্যপ্রদেশের গোয়ালিয়র মেডিক্যাল কলেজের একটি পরিত্যক্ত হস্টেলে গত রবিবার সহকর্মীর হাতে নির্যাতিতা হন ওই তরুণী (Gwalior Rape Case)। তরুনীর বয়স ২৫ বছর।
কী অভিযোগ করেন তরুনী চিকিৎসক? (Gwalior Rape Case)
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ মেটেনি এখনও সেই আবহে আবারও জুনিয়র চিকিৎসককে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার (Gwalior Rape Case)। ওই তরুনী অভিযোগ করেছেন, সেখানকার এক সরকারি মেডিকেল কলেজের ফাঁকা হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করেন তাঁরই সহকর্মী (Gwalior Rape Case)। সহকর্মী তাঁর সমবয়সী। তরুণী চিকিৎসকের কথায়, একটি পুরনো খালি হোস্টেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়।
আরও পড়ুন:চোখ রাঙাচ্ছে HMPV, একইদিনে আক্রান্ত তিন শিশু
গতবছর আগস্টের আরজি করের ঘটনা (Gwalior Rape Case)
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়।এই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য তথা দেশে। চারিদিকে চলেছে প্রতিবাদের ঝড়। এমন অবস্থায় আবার সামনে এলো তরুণী চিকিৎসক ধর্ষণের ঘটনা।
কোথায় অভিযোগ করেন তরুনী?
ঘটনার পর নির্যাতিতা তরুনী ওই তরুনী চিকিৎসক কাম্পু থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একাধিক ধরায়। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে অভিযুক্ত ওই জুনিয়র চিকিৎসককে। এদিকে মেডিক্যাল কলেজের পরিত্যক্ত হস্টেলে জুনিয়র ডাক্তারের ধর্ষিতা (Gwalior Rape Case) হওয়ার ঘটনা চাঞ্চল্য ছড়াচ্ছে মেডিক্যাল কলেজ সহ সমগ্র এলাকায়। অস্বস্তিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন:Jake Sullivan in India: ক্ষমতার পালা বদলের আগেই ভারত সফরে মার্কিন NSA জ্যাক সালিভান
কী বলছেন গোয়ালিয়রের এসপি অশোক জাডন?
গোয়ালিয়রের এসপি অশোক জাডন বলেন, ‘ওই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে সম্প্রতি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য থাকতে শুরু করেছিলেন ওই তরুণী ডাক্তার। অভিযুক্ত নিজেও একজন জুনিয়র ডাক্তার এবং তরুণীর সঙ্গেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, হস্টেলের একটি পরিত্যক্ত রুমে তাঁকে পড়াশোনায় সাহায্যের জন্য ডেকে পাঠান অভিযুক্ত। সেই ঘরেই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ধৃতের বিরুদ্ধে। এর পর তাঁকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।
কী পদক্ষেপ নিলেন পুলিশ?
তরুনীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গোয়ালিয়র পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড নিচ্ছেন তদন্তকারীরা। রবিবার ঠিক কী ঘটেছিল? অভিযুক্ত একা ছিলেন নাকি এই ঘটনায় যুক্ত আছে আরও কেউ, এই ঘটনার পিছনে আসল কারণ কি? সমস্ত বিষয়টা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।