ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রুক্ষ ও শুষ্ক চুলে সতেজতা ফিরিয়ে আনতে সাহায্য করে টক দই(Hair Care With Curd)। টক দই চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। তাই টক দই চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া টক দই খেয়াল রাখে স্ক্যাল্পের। খুশকির সমস্যা কমিয়ে দেয় টক দই। টক দই স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়। রোজকার ব্যবহার্য শ্যাম্পু, কন্ডিশনার আর সিরাম আপাতভাবে চুলের জেল্লা ফিরিয়ে আনতে পারলেও মূল সমস্যাটির সমাধান কিন্তু করতে পারে না। এরকম সময়ে আপনার কাজে লাগবে পুষ্টিকর ঘরোয়া উপাদান। তাই চুলের সমস্যায় ভরসা রাখুন টক দইয়ে। জেনে নিন টক দই দিয়ে কীভাবে বানাবেন হেয়ার মাস্ক।
দই ও মধুর হেয়ার মাস্ক (Hair Care With Curd)
এক কাপ টক দই আর দু’ চাচামচ মধু একটা বাটিতে মিশিয়ে নিন(Hair Care With Curd)। এই মিশ্রণটি চুলে আর স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন। মাস্কটি 20 মিনিট চুলে মেখে থাকুন, তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দই আর মধু একসঙ্গে আপনার স্ক্যাল্প শীতল রাখবে, চুলও থাকবে মোলায়েম। যাঁদের মাথার তালু আর চুল শুষ্ক, তাঁদের জন্য এই কন্ডিশনিং মাস্কটি খুবই উপকারী।

দই, অ্যালোভেরা, অলিভ অয়েল ও মধুর মাস্ক (Hair Care With Curd)
৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। তৈরি হেয়ার মাস্ক। স্নানের আগে এই হেয়ার মাস্ক চুল ও স্ক্যাল্পে ভাল করে লাগিয়ে নিন। প্রায় ১ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করে দেবে(Hair Care With Curd)। সপ্তাহে ১-২ বার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন:Curd Benefits For Hair: চুলের বিভিন্ন সমস্যায় দই? জানুন কোন সমস্যা থেকে পেতে পারেন রেহাই
টক দই ও কারিপাতার হেয়ার মাস্ক
আধ কাপ টক দই নিন। তারপর একমুঠো কারিপাতা থেঁতো করে বা শুকিয়ে গুঁড়ো করে দইয়ে মিশিয়ে দিন। এবার এই মাস্কটি পুরো চুলে সমানভাবে লাগিয়ে নিন, চুলের ডগার দিকটা খুব ভালো করে মাখাবেন। 45 মিনিট রেখে তারপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কারিপাতায় প্রচুর প্রোটিন আর বিটা-ক্যারোটিন থাকে যা চুল ওঠা নিয়ন্ত্রণে রাখে(Hair Care With Curd)।

ডিম ও দইয়ের হেয়ার মাস্ক
ডিম-দইয়ের জুটি উপকারীও। ডিমের কুসুম আর এক বাটি দইয়ে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে মেখে অপেক্ষা করুন ৪৫ মিনিট মতো। সপ্তাহে ২ দিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

আরও পড়ুন:Fruits For Hair: কেবল শ্যাম্পু-তেল নয়, চুলের যত্নে নিয়মিত খান এই ফলগুলো
দই ও মেথি ও পেঁয়াজের রস দিয়ে তৈরি হেয়ার মাস্ক
চার টেবিলচামচ টক দই, তিন টেবিলচামচ পেঁয়াজের রস আর এক চাচামচ গুঁড়ো করা মেথি একসঙ্গে মেশান। এই মাস্কটি স্ক্যাল্পে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিন। তারপর কোমল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস আর মেথির সঙ্গে মিলে দই খুসকি কমাতে সাহায্য করে। ভিটামিন বি5, প্রোটিন, ক্যালসিয়াম আর ফ্যাটি অ্যাসিডের মতো নানা পুষ্টিকর উপাদানে ভরপুর দই আপনার চুলের যাবতীয় সমস্যার সঠিক যত্ন নেয়।
