ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) Mk1A-এর প্রথম উইং অ্যাসেম্বলি (Wing Assemblies for LCA Mk1A) হস্তান্তর করল লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। অনুষ্ঠানে নিজের ভাষণে প্রতিরক্ষা উৎপাদন সচিব হ্যাল ও এলঅ্যান্ডটির যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন।
কোয়েম্বাটুরে হ্যালকে হস্তান্তর এলসিএ তেজসের গুরুত্বপূর্ণ উপাদান (Wing Assemblies for LCA Mk1A)
২০২৫ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর কোয়েম্বাটুরে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ) Mk1A-এর প্রথম উইং অ্যাসেম্বলি হস্তান্তর করল লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)-এর এলসিএ তেজস বিভাগের জেনারেল ম্যানেজার এম আবদুল সালাম এলঅ্যান্ডটির প্রিসিশন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সিস্টেমস কমপ্লেক্স ইউনিট থেকে এই অ্যাসেম্বলি গ্রহণ করেন। প্রতিরক্ষা উৎপাদন সচিব সঞ্জীব কুমার অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন (Wing Assemblies for LCA Mk1A)।
আত্মনির্ভরতার পথে এগিয়ে চলা (Wing Assemblies for LCA Mk1A)
অনুষ্ঠানে নিজের ভাষণে প্রতিরক্ষা উৎপাদন সচিব হ্যাল ও এলঅ্যান্ডটির যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন (Wing Assemblies for LCA Mk1A)। তিনি বলেন, এই সহযোগিতা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। হ্যাল বিভিন্ন বেসরকারি শিল্প অংশীদারদের সঙ্গে সমন্বয়ে কাজ করে তাদের সক্ষমতা বাড়ানোর কাজ করেছে। সচিব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এলসিএ তেজস প্রকল্পের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। তিনি বিদেশি নির্ভরতা কমিয়ে আরও আত্মনির্ভরতার দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

বেসরকারি খাতে সমান্তরাল উৎপাদন লাইন
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হ্যালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. ডি.কে. সুনীল। তিনি বলেন, “এলঅ্যান্ডটি ও হ্যালের দীর্ঘদিনের একসঙ্গে পথ চলা এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকারের ফসল এই সাফল্য।” তিনি আরও জানান, হ্যাল বৃহৎ সংস্থা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করছে, যার ফলে মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে আরও এক ধাপ এগনো সম্ভব হয়েছে। হ্যাল ইতিমধ্যেই বেসরকারি খাতে সমান্তরাল এয়ারক্রাফ্ট স্ট্রাকচার অ্যাসেম্বলি লাইন তৈরি করেছে, যা তেজস প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়াবে।
উৎপাদন বাড়ানোর পরিকল্পনা এলঅ্যান্ডটির
এলঅ্যান্ডটি-র প্রিসিশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অরুণ রামচন্দানি জানান, সংস্থা বছরে চারটি উইং অ্যাসেম্বলি সরবরাহ করবে। ভবিষ্যতে উন্নত অ্যাসেম্বলি প্রযুক্তি ও অটোমেশনের মাধ্যমে এই সংখ্যা বারোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তেজস প্রকল্পে শিল্প সহযোগিতার সাফল্য
এখন পর্যন্ত এলসিএ তেজস ডিভিশন বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশ পেয়েছে। লক্ষ্মী মেশিন ওয়ার্কস সরবরাহ করেছে এয়ার ইনটেক অ্যাসেম্বলি, আলফা টোকল সরবরাহ করেছে রিয়ার ফিউজেলাজ, অ্যামফেনল দিয়েছে লুম অ্যাসেম্বলি, টাটা অ্যাডভান্সড সিস্টেমস দিয়েছে ফিন ও রাডার অ্যাসেম্বলি, ভিইএম টেকনোলজিস দিয়েছে সেন্টার ফিউজেলাজ অ্যাসেম্বলি এবং এলঅ্যান্ডটি সরবরাহ করেছে উইং অ্যাসেম্বলি।
এই উদাহরণগুলি দেখায়, কিভাবে বিভিন্ন ভারতীয় সংস্থা মিলে এক আধুনিক ও আত্মনির্ভর যুদ্ধবিমান নির্মাণে অবদান রাখছে।