ট্রাইব টিভি ডিজিটাল: প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির সকল শর্ত মেনেই সমস্ত ইজ়রায়েলি (Hamas-Israel Clash) পণবন্দিকে মুক্তি দিতে সম্মতি প্রদান করেছে। কিন্তু তেল আভিভের সমস্ত শর্ত তারা মানতে এখনও রাজি নয়। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার রাতেই এই কথা প্রকাশ্যে এনেছেন।
গাজায় মৃত্যুযজ্ঞ অব্যাহত (Hamas-Israel Clash)
বুধবার রাতে বন্দিবিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাস (Hamas-Israel Clash) সম্মত হয়েছে। কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির মধ্যস্থতা এবং আমেরিকা ও মিশরের সহযোগিতায় যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর সূত্র মারফত জানা গেছে যে, যুদ্ধবিরতির এই বিষয়ে হামাস চুক্তির বেশ কিছু অংশে সম্মতি প্রদান করেনি। এই কারণেই বুধবার স্থগিত রাখা হয়েছিল মন্ত্রিসভার বৈঠক। ফলস্বরূপ গাজায় এখনও চলছে মৃত্যুযজ্ঞ।
আবার মন্ত্রিসভার বৈঠক (Hamas-Israel Clash)
শুক্রবার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য আবার মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। নেতানিয়াহুর দপ্তরের তরফ থেকে পণবন্দিদের বিষয়েও কথা বলা হয়েছে। জানানো হয়েছে যে, যুদ্ধবিরতির প্রসঙ্গে পণবন্দিদের পরিবারকেও সরকারের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে।
উল্টো সুরে গান গাইছে হামাস?
প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তরের তরফে যুদ্ধবিরতির প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছিল। হামাস আদৌ যুদ্ধবিরতির সব শর্ত মানবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। নেতানিয়াহু অস্পষ্টভাবে দাবি করেছিলেন যে, যুদ্ধবিরতির প্রসঙ্গে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছে হামাস। অন্যদিকে হামাস নেতা সামি আবু জ়ুহরি স্পষ্ট জানিয়েছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে সব কথা বলছেন ও অভিযোগ আনছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন: Justin Trudeau: আগামী নির্বাচনে লড়বেন না, ঘোষণা জাস্টিন ট্রুডোর
অর্থমন্ত্রীর পদত্যাগের হুমকি!
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, অভ্যন্তরীণ চাপের কারণে চুক্তি অনুমোদনের বিষয়টিকে নিয়ে এখনও মানসিক দ্বন্দ্বে ভুগছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর জোট সরকারের উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ জানিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হলে তিনি পদত্যাগ করবেন। এছাড়াও, তিনি মনে করেন এই চুক্তি স্বাক্ষরিত হলে গৃহের অন্দরেই যুদ্ধ পরিস্থিতির সূচনা হবে।
আরও পড়ুন: China Policy of USA: বাইডেনের পথেই চীনকে সামলাবে ট্রাম্প প্রশাসন? নজরে ভারতের সঙ্গে সম্পর্ক
পণবন্দির পটভূমি
সাল ২০২৩। তারিখ ৭ অক্টোবর। সেই রাতেই হঠাৎ গাজা থেকে ইজরায়েল ভূখণ্ডে হামলা চালিয়ে ইহুদি নাগরিকদের পণবন্দি করেছিল হামাস। এর প্রতিক্রিয়া স্বরূপ নেতানিয়াহুর সেনাবাহিনী সমগ্র গাজাজুড়ে হত্যালীলা চালাতে শুরু করে। বিগত ১ বছর ৪ মাসে এই হামলার কারণে ৫৩ হাজার প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। উল্টোদিকে হামাসের আক্রমণে প্রায় দু’হাজার জন ইজরায়েলের বাসিন্দা নিজেদের প্রাণ হারিয়েছেন।