ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: বাঙাল-ঘটির লড়াই দিয়ে শুরু হতে চলেছে তুলকালাম হাঙ্গামা (Hangama.com)। যেখানে হাঙ্গামা দেখাবে, বনি-কৌশানি জুটি থেকে শুরু করে শ্রাবন্তী-ওমের জুটি। এই ছবিটি করতে রীতিমত বাঙাল ভাষা শিখতে হয়েছে সবাইকে। বিষয়টা কতটা কঠিন ছিল? এবার পর্দায় দেখবেন ঘটি বনাম বাঙালের লড়াই। ঠিক কী হতে চলেছে বড় পর্দায়?
শিখতে হয়েছে বাঙাল ভাষা (Hangama.com)
আসছে ‘হাঙ্গামা ডট কম’ (Hangama.com), যেখানে ভাই বোনের চরিত্র দেখা যাবে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে (Srabanti Chatterjee)। শুধু তাই নয়, এই ছবিতে দু’জনকে বাঙাল ভাষায় কথাও বলতে দেখতে পাবেন। তার জন্য রীতিমত বাঙাল ভাষা শিখতে হয়েছে। বাঙাল ভাষায় ঝগড়াও করেছেন। পুরনো রূপে পর্দায় ফিরে এসেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। এই প্রথমবার ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
শুটিং সেটে খুনসুটি (Hangama.com)
শ্রাবন্তীর বিপরীতে জুটি বেঁধেছেন অভিনেতা ওম (Om)। অপরদিকে বনির বিপরীতে অভিনয় করেছেন কৌশানি (Koushani Mukherjee)। এই ছবির শুটিং হয়েছে বেশ মজা করেই (Hangama.com)। শুটিং সেটে খুনসুটি, মজার ছলে মারামারি থেকে প্রচুর আড্ডা। বহু স্মৃতি সঞ্চয় করেছে এই ছবির গোটা টিম।
আশাবাদী ছবির টিম
একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল, বহুদিন পর এই ছবিতে আইটেম গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তীকে। এছাড়াও বেশ কয়েক বছর পর, পর্দায় ফিরল বনি-কৌশানি জুটি। স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে প্রত্যেক কলাকুশলী ভীষণ আশাবাদী। পাশাপাশি দ্বিতীয়বার পর্দায় দেখা যাবে ওম-শ্রাবন্তী জুটিকে।

বনি কৌশানির ঝগড়া
এই চরিত্রের জন্য শ্রাবন্তীকে কম পরিশ্রম করতে হয়নি। আসলে শ্রাবন্তী বাঙাল হলেও, বাঙাল ভাষা বলতে পারেন না। অপরদিকে একই অবস্থা বনির। যদিও বনি বাঙাল হলেও চিংড়ি খেতে খুব ভালোবাসেন। অপরদিকে কৌশানি হলেন ঘটি। তবে অভিনেত্রীর বক্তব্য, বনি এবং তিনি আলাদা হলেও দু’জনের খাবারের পছন্দ এক। দু’জনের মধ্যে বাঙাল ঘটি, এই বিষয়টা নিয়ে কখনও কোনও দিন ঝামেলা হয়নি। কিন্তু ‘হাঙ্গামা ডট কম’ এ পর্দায় রীতিমত তুমুল ঝগড়া করতে দেখবেন বনি কৌশানিকে।
আরও পড়ুন: Borbaad: ইধিকার জন্য রণমূর্তিতে শাকিব, পরিস্থিতি সামলাচ্ছেন যিশু! কী হতে চলেছে?
ছবির গল্প
মূলত দুই ভিন্ন পরিবার, যাদের সংস্কৃতি আলাদা, সেই দুই পরিবারের মধ্যে কিভাবে সম্পর্ক গড়ে উঠবে, কিভাবে তারা চ্যালেঞ্জ মোকাবিলা করবে, সেই বুননেই তৈরি হয়েছে এই ছবির গল্প। ঈদেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ হাঙ্গামা ডট কম’। এই ছবির শুটিং শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। কিন্তু ছবির মুক্তিতে বেশি কিছু সমস্যা তৈরি হয়েছিল । অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবনী সরকার, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায় সহ অনেকেই। এক কথায় কমেডিতে ভরপুর ছবি। সাথে উপরি পাওনা হিসেবে রয়েছে রোমান্টিকতা।