ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মনে করা হয় চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস (Hanuman Jayanti)। এই মাসে পালিত হয় চৈত্র নবরাত্রি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রাম নবমী ও হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই হনুমান জয়ন্তী পালন করা হয়। ১২ এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী। এই দিনে বজরংবলীর পুজো করেন তাঁর ভক্তরা। সংকটমোচন হনুমানের কৃপা লাভ করলে জীবনের সকল দুঃখ-দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুবিদরা জানাচ্ছেন যে হনুমান জয়ন্তীতে কয়েকটি জিনিস বাড়ি নিয়ে আসলে প্রসন্ন হবেন বজরংবলী। তাঁর আশীর্বাদের ফলে সারা বছর আপনার উপর বজায় থাকবে। জেনে নিন আজকের দিনে বাড়িতে আনবেন কোন জিনিস।
হনুমানের ছবি (Hanuman Jayanti)
বজরংবলীকে (Hanuman Jayanti) হনুমানের রূপে ঈশ্বরের উপাসনা করা শুভ বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি হনুমানের ছবি বা মূর্তি নিয়ে আসুন। এর ফলে আপনার বাড়িতে পজ়িটিভ এনার্জি প্রবাহিত হবে। এই শুভ শক্তি সংসার থেকে সমস্ত বিপদ দূর করবে এবং সুখ-শান্তির পরিবেশ ধরে রাখবে।

সিঁদুর (Hanuman Jayanti)
হনুমানজি সম্পর্কে তুলসী দাসজি বলেন, ‘লাল দেহ লালি লাসে আরু ধর লাল লঙ্গুর’। এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে যে লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয় (Hanuman Jayanti)। সেই কারণে সিঁদুর খুবই ভালোবাসেন বজরংবলী। তাই হনুমানের পুজোয় সিঁদুর অবশ্যই নিবেদন করা জরুরি। পুরাণ অনুসারে হনুমান জয়ন্তীতে বাড়িতে সিঁদুর নিয়ে আসলে তার শুভ ফল পাওয়া যায়। এদিন বাড়িতে সিঁদুর নিয়ে আসুন ও তা বজরংবলীকে নিবেদন করুন। সিঁদুর জলে গুলে তা হনুমান মূর্তির গায়ে লেপন করতে পারেন। এর ফলে বজরংবলীর আশীর্বাদ লাভ করবেন।

আরও পড়ুন: Chaitra Purnima: চৈত্র পূর্ণিমায় গোলাপী চাঁদের আভায় উজ্জ্বল হবে কোন রাশির ভাগ্য
গদা
বজরংবলীর অস্ত্র হল গদা। এই অস্ত্র দিয়ে তিনি অশুভ শক্তি নাশ করেন। তাই গদা শুভ শক্তির প্রতীক। হনুমান জয়ন্তীতে বাড়িতে একটি ছোট গদা নিয়ে আসতে পারেন। বাড়িতে নেগেটিভ এনার্জি থাকলে গদার শুভ শক্তি তা দূর করতে সাহায্য করবে। অনেকে ছোট গদা হারে লকেট করেও পরে থাকেন। না হলে পুজোর স্থানে এই গদা রেখে দিতে পারেন। তবে তার আগে গদার পুজো অবশ্যই করবেন।
