ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার। ইএম বাইপাসের ধারে বেসরকারি একটি হাসপাতালে কর্মরত মহিলা জুনিয়র ডাক্তার। শুক্রবার, হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেছিলেন। আটটা নাগাদ ক্যাব চালকের আসতে দেরি হওয়ায়, মহিলা ডাক্তার তার বুকিং ক্যান্সেল করে দেন। বুকিং ক্যান্সেল এর পরই ক্যাপচালক মহিলাকে অশালীন ভিডিও এবং মেসেজ পাঠান (harassment)। এমনকি ফোন করে হুমকি দেন ক্যাব চালক, অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারের।
শুক্রবার রাতেই কলকাতার পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, সাইবার সেলকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান। শনিবার দুপুর দুটো নাগাদ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পক্ষ থেকে চিকিৎসক সুনন্দন বসু এবং তন্ময় বন্দ্যোপাধ্যায় মহিলাকে নিয়ে পূর্ব যাদবপুর থানায় যান। লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে বিএনএস-এর একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Kaliachak: যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর! উদ্ধার করতে গিয়ে আহত পুলিশ
আরও পড়ুন: বিবাহিত মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ, ফেরার যুবক
অভিযোগকারী জানিয়েছেন, ঘটনা ঘটার দশ মিনিট পর্যন্ত আমি বিষয়টি বিশ্বাস করতে পারলাম না যে আমার সঙ্গে এরকম কিছু ঘটল। পুলিশ আমাকে জানিয়েছে ইতিমধ্যেই সে চালককে গ্রেফতার করা হয়েছে। বেসরকারি একটি হাসপাতালের প্রথম বর্ষের পিজিটি অভিযোগকারী আরও জানান যে হয়তো এই ঘটনা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে শহরে।