রিমিক মাঝি, কলকাতা: হুগলি জেলার শ্রীরামপুরে রেললাইনের ধারে থাকা হকারদের উচ্ছেদের (Hawker Eviction) নোটিস দিয়েছে রেল। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সরাতে হবে দোকান। অন্যথায় চলবে বুলডোজার। এমনই নির্দেশ জারি করেছে রেল কতৃপক্ষ। এই উচ্ছেদের বিরুদ্ধে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন জানিয়ে জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি চাওয়া হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
শ্রীরামপুরে স্টেশনের কাছে রেল লাইনের পাশে বসে থাকা হকারদের (Hawker Eviction) আচমকাই উঠে যাওয়ার নির্দেশ জারি করেছে রেল কতৃপক্ষ। দাবি, ৫০ বছরের বেশি সময় ধরে তারা ওই জায়গায় ব্যবসা করছে। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল। অন্যথায় চালানো হবে বুলডোজার।
আরও পড়ুন: Kolkata: মহিলার হারানো ব্যাগ উদ্ধার করল কলকাতা ট্রাফিক পুলিশ
হকারদের পক্ষ থেকে মঙ্গলবার আদালতে এই আবেদন করা হলে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এতে শোনার কিছু নেই। এটা রেলের জমি। তাদেরকে ছেড়ে দিতে হবে।
আরও পড়ুন: Kolkata: খুনের পর ট্রলিতে দেহ ভরে বারাসাত থেকে কলকাতায় ২ মহিলা
তখন আবেদনকারীর আইনজীবী বলেন, ‘আমাদের প্রত্যেকের কাছে লাইসেন্স আছে। এর আগে ঠিক এমনই এক মামলায় চন্দননগরের ক্ষেত্রে শুনানির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল (Hawker Eviction)। আমদের সরিয়ে দেওয়া হতে পারে। তবে একবার অন্তত শুনানির সুযোগ দেওয়া হোক। আমাদের এটাই একমাত্র রুজি-রোজগারের উপায়। ৫০ বছর পরে এভাবে আমাদের দোকান উঠিয়ে দিলে আমাদের আর কোনও আয়ের উপায় থাকবে না।’
বিচারপতি সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ তারিখ শুরুতেই এই মামলার শুনানি হবে।