ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা পুরসভার সদর দফতরের (Hawker Of Kolkata) চারপাশের ১০০ মিটার এলাকা বেআইনি হকারমুক্ত করতে হবে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ এসেছে। গত বছর এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) বেআইনি হকারদের সরাতে উদ্যোগী হয়েছিল। কিন্তু অভিযোগ, নিউ মার্কেট এলাকার বিভিন্ন স্থানে মূল রাস্তায় আবারও হকারেরা বসতে শুরু করেছেন।
পুলিশের উদাসীনতার অভিযোগ! (Hawker Of Kolkata)
সোমবার নিউ মার্কেটে এক সাংবাদিক সম্মেলনে বেআইনি হকারদের (Hawker Of Kolkata) বিরুদ্ধে সরব হল হকার সংগ্রাম কমিটি। সংগঠনের সম্পাদক শক্তিমান ঘোষ অভিযোগ করেছেন, নিউ মার্কেটের বারট্রাম স্ট্রিটে ১৫-২০ জন হকার প্রকাশ্যে বসে পড়েছে। তিনি বলেন, “আমরা নিউ মার্কেট থানায় বারবার অভিযোগ করেছি। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, মূল রাস্তায় হকার বসানো যাবে না। পুলিশ আসার আগেই হকারেরা সরে যান, এবং পুলিশ চলে যাওয়ার পর আবার বসে যান। পুলিশের উদাসীনতায় আমরা ভীষণ অসন্তুষ্ট।”
সরছে না হকার (Hawker Of Kolkata)
হকার সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস দাস (Hawker Of Kolkata) অভিযোগ করেন, “মাস দু’এক আগে মেয়র ফিরহাদ হাকিম নিউ মার্কেট থানার ওসিকে ডেকে বলেছিলেন, তিন দিনের মধ্যে হকার সরাতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হকারদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।”
আরও পড়ুন: Panagarh Case Update: বয়ান বদলেই বিপত্তি, সুতন্দ্রার মায়ের অভিযোগে গ্রেফতার গাড়ির চালক!
ফিরহাদের স্বীকারোক্তি
মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করেছেন, নিউ মার্কেটের রাস্তায় হকার বসার চিত্রে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, “পুলিশকে বারবার বলেও হকারদের সরানো যায়নি। আমি নগরপালকে এই বিষয়ে চিঠি দিয়েছি এবং ফের তাঁকে মনে করিয়ে দেব।”

হকারদের দৌরাত্ম্য!
হকারদের দৌরাত্ম্য বাড়ছে, এমন অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। শক্তিমান ঘোষ বলেন, “পুরসভার টাউন ভেন্ডিং কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।”
তদন্ত চলছে
নিউ মার্কেট থানার পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে হকার সংগ্রাম কমিটি সম্প্রতি কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছে। ডিসি (সেন্ট্রাল) জানিয়েছেন, “চিঠি পেয়েছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।”