ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণের মামলায় (RG Kar Case) একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সিবিআই-এর দায়ের করা মূল মামলার সঙ্গে সঞ্জয় রায়ের এই আবেদনের মামলাটিকে জুড়ে আগামী সেপ্টেম্বর মাসে একসঙ্গে শুনানি হবে বলে বুধবার জানালেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। নির্যাতিতার পরিবার চাইলে আদালতকে এই মামলায় সহযোগিতা করতে পারবে বলেও জানিয়েছে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar Case) একমাত্র দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন। এই মামলায় শিয়ালদহ আদালত গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে গত ১৭ই জুন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঞ্জয়ের মৃত্যুদণ্ডের আবেদন করেছে হাইকোর্ট। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন সঞ্জয়ের আইনজীবীও। দুই মামলাই হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এবার বেকসুর খালাস চেয়ে পাল্টা কলকাতা হাইকোর্টে আবেদন করেন দোষী সাব্যস্ত সঞ্জয়।
সঞ্জয় রায়ের বেকুসুর খালাস পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে! (RG Kar Case)
বুধবার সঞ্জয় রায়ের আবেদন গ্রহণ করেছে আদালত। আগামী সেপ্টেম্বর মাসে সিবিআই-এর দায়ের করা মামলার সঙ্গেই হবে এই মামলার শুনানি। সঞ্জয় রায়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তীর দাবি, কয়েকজন সাক্ষীর বক্তব্য এবং কিছু সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কোনও অভিযোগ প্রমাণিত হয় না। তাঁর মক্কেল তথা সঞ্জয় রায়ের বেকুসুর খালাস পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
আরও পড়ুন:Calcutta High court: বিজেপি কর্মী হত্যা মামলায় আগাম জামিনের আর্জি বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের
গত বছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়। জুনিয়র এই ডাক্তারের নৃশংস পরিণতির (RG Kar Case) প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ। রাজ্যের শাসকদল ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পাশ করেছে বিধানসভায়। তবে আরজি কর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদ চলছে। বাড়িতে আলো বন্ধ রেখে প্রতিবাদের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচিও হয়েছে। এবার সেই চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণের মামলায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।