ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে চিকিৎসকদের ধর্না মঞ্চের (Doctors Dharna Kolkata) শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি, ৩১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান বিক্ষোভে ডাক্তাররা সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধিতে সায় দিল কলকাতা হাইকোর্ট। ৩১ ডিসেম্বর অবধি অবস্থান বিক্ষোভ দেখাতে পারবে ডক্টরস ফোরাম। নির্দেশ বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের। ২ রা জানুয়ারি কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে একটি রিপোর্ট জমা করতে হবে ওই দিনই পরবর্তী শুনানি।
২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই স্থানে ১০০ জনকে নিয়ে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ধর্না চালিয়ে যেতে পারবেন ডাক্তাররা (Doctors Dharna Kolkata) । প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। পূর্বের নির্দেশ অনুযায়ী কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবেনা। দূষণ সংক্রান্ত নিয়মবিধি মানতে হবে। এছাড়া সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের দেওয়া পূর্ব শর্তাবলী বহাল থাকবে।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-high-court-news-stay-order-on-doctors-dharna/
ধর্মতলায় ধর্নার (Doctors Dharna Kolkata) সময়সীমা আরও অন্তত ১০ দিন বৃদ্ধি করতে চায় চিকিৎসকেরা। সেই আবেদন জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন। মামলা দায়ের অনুমতি দেন বিচারপতি। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রাখেন বিচারপতি। অবশেষে বৃহস্পতিবার রাতেই চিকিৎসকদের করা আবেদনে সায় জানিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্নার দিন বৃদ্ধিতে সায় দেয় কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: https://tribetv.in/partha-chatterjee-news-charge-making-process-was-going/
জানা গিয়েছে, অতিরিক্ত দিন ধর্না (Doctors Dharna Kolkata) চেয়ে পুলিশকে চিঠি দেয় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস সংগঠন (Doctors Dharna Kolkata) । ২৬ ডিসেম্বর পর্যন্ত হাইকোর্টের (Calcutta High Court News) অনুমতি ছিলো ধর্নার। অতিরিক্ত দিন ধর্নার (Doctors Dharna Kolkata) অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসকরা। চিকিৎসকদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য বলেন, ”আমরা ২৬ তারিখের পরেও কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানাই। কিন্তু পুলিশ এই অনুমতি দেয়নি। শান্তিপূর্ণ ধর্না মৌলিক অধিকার। এটা আদালতের বিষয় পুলিশের নয়। ওরা ডিভিশন বেঞ্চে যায়। সেখানে লোক কমিয়ে ১০০ জন করে ডিভিশন বেঞ্চ। মুখ্যসচিবের কাছে দু দফা আবেদন করা হয়েছে। আমরা ধর্না চালিয়ে যেতে চাই।” শেষপর্যন্ত চিকিৎসকদের (Doctors Dharna Kolkata) আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডাক্তারদের ডোরিনা ক্রসিংয়ে ধর্নার অনুমতি দেয় আদালত।