Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স(Joint Entrance Case)পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হওয়া বিতর্কে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ আপাতত কোনও হস্তক্ষেপ করল না। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সিঙ্গল বেঞ্চ ইতিমধ্যেই ফল প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। পাশাপাশি, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ডিভিশন বেঞ্চ কোনও আলাদা নির্দেশ দিচ্ছে না। মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ ধার্য হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।
সিঙ্গল বেঞ্চের নির্দেশেই নির্ধারিত হচ্ছে ফল প্রকাশ(Joint Entrance Case)
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স(Joint Entrance Case) বোর্ড ফলাফল প্রকাশের দিন ঘোষণা করেছিল। কিন্তু সেই দিনই কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ একটি ঐতিহাসিক নির্দেশ দেন। তিনি বলেন, নতুন ওবিসি তালিকা অনুযায়ী নয়, ২০১০ সালের আগে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র এবং পুরনো ৬৬টি স্বীকৃত ওবিসি জাতির তালিকার ভিত্তিতেই তৈরি করতে হবে নতুন মেধাতালিকা।
বিচারপতি কৌশিক চন্দের মতে, ওবিসি পড়ুয়াদের জন্য ৭ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে পুরনো বিধি মেনেই। নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে আগামী ১৫ দিনের মধ্যে, এবং সেই নির্দেশ কার্যকরের পর জয়েন্ট বোর্ডের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি পদমর্যাদার কোনও আধিকারিককে হলফনামা জমা দিতে হবে। একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে এই নির্দেশ জানানো বাধ্যতামূলক।
ডিভিশন বেঞ্চে উঠল পৃথক জনস্বার্থ মামলাও(Joint Entrance Case)
এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করলেও, বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় তারা আপাতত সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করছে না। এদিন ডিভিশন বেঞ্চে আরও একটি জনস্বার্থ মামলা ওঠে, যেখানে জয়েন্টের(Joint Entrance Case) ফল দ্রুত প্রকাশের দাবি জানানো হয়। কিন্তু যেহেতু সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী বিষয়টি চলমান, তাই সেই মামলাতেও কোনও রদবদল আনেনি ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Jai Hind Metro: এশিয়ার অন্যতম বৃহৎ মেট্রো হাব এখন কলকাতায়
সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রাজ্য
রাজ্যের আইনজীবী আদালতকে জানান, তাঁরা এই বিষয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। তাঁদের আশা, আগামী সপ্তাহের শুরুতেই বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে। চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন নজর রয়েছে দেশের শীর্ষ আদালতের দিকেই।
আরও পড়ুন: TMC Protest in Parliament: সংসদ চত্বরে গান গেয়ে প্রতিবাদ, বাংলার অপমানের বিরুদ্ধে সরব তৃণমূল