ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে হাইকোর্টের কাছে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ পুলিশ (HC on 21 July Police Duty)। ২১ জুলাই যাননিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ে পুলিশের কাজের দরাজ প্রশংসা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২১ জুলাই ট্রাফিক এবং যাননিয়ন্ত্রণ নিয়ে কলকাতা পুলিশের দরাজ প্রশংসা কলকাতা হাইকোর্টের।
সোমবার এজলাসে বসে শুরুতেই পুলিশের প্রশংসা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ(HC on 21 July Police Duty)। এক আইনজীবী বিচারপতির উদ্দেশ্যে বলেন, অন্যান্য দিন তার নিউ আলিপুর থেকে হাইকোর্টে (calcutta high court) আসতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবারও তাঁর একই সময় লেগেছে। তা শুনেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের ভূমিকার দরাজ প্রশংসা করে বলেন, ‘স্বাভাবিক সময়ই লেগেছে। আজ রাস্তায় ট্রাফিকের কোনও সমস্যা নেই। খুব ভালোভাবেই যান নিয়ন্ত্রণ হয়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে।’
২১ জুলাই সমাবেশ নিয়ে একাধিক শর্ত আরোপ (HC on 21 July Police Duty)
একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ কে ঘিরে শহরে ব্যাপক যানজট তৈরি হয় (HC on 21 July Police Duty)। তাতে নিত্যযাত্রীরা হয়রানির শিকার হয়, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রতিবছর ধর্মতলায় শাসক দলের শহীদ দিবস নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শুনানিতে তিনি বলেন, ‘আর কত সহ্য করতে হবে?’ তারপরই ২১ জুলাই সমাবেশ নিয়ে একাধিক শর্ত আরোপ করেন বিচারপতি ঘোষ।
যানজট তৈরি না হয়, নিশ্চিত করতে হবে পুলিশকে (HC on 21 July Police Duty)
তিনি পরিষ্কার নির্দেশ দেন, ২১ তারিখ সকাল আটটা থেকে মিছিল শুরু করা যাবে। সকাল ন’টা থেকে এগারোটা পর্যন্ত কোনও মিছিল করা যাবে না (HC on 21 July Police Duty)। ওই সময় যে রাস্তায় যেখানে মিছিল থাকবে, তা থামিয়ে দিতে হবে। যাতে কোনও রকম যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। কলকাতা হাইকোর্টে আসার রাস্তা, মধ্যকলকাতা এবং সভাস্থল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেন কোনও যানজট তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশ কমিশনারকে।

আরও পড়ুন: Kakurgachi BJP Murder : কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় দ্রুত শুনানির আর্জিও গ্রহণ আদালতের!
মামলার এখনই নিষ্পত্তি হবে না (HC on 21 July Police Duty)
শুধু তাই নয়, গত বৃহস্পতিবার বিচারপতি ঘোষ জানিয়ে দেন, এই মামলার এখনই নিষ্পত্তি করা হবে না(HC on 21 July Police Duty)। ভবিষ্যতে এই নিয়ে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এবং আগামী বছর থেকে একুশে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান ধর্মতলার পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহীদ মিনার ময়দান অথবা সল্টলেক স্টেডিয়ামের মতো অন্যত্র করারও পরামর্শ দেন তিনি। আর এদিন পুলিশের কাজ নিয়ে দারাজ প্রশংসা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।