ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৬ এসএসসি চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন(SSC 2016)। গত ৩০ মে রাজ্য শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাতে আগামী ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত করার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। ওবিসি মামলার কারণে কয়েকদিন অনলাইনে আবেদনের পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল। সেই কারণে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
কিন্তু এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে আবারও নতুন করে তৈরি হল জটিলতা। এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি স্পেশাল বি.এড ডিগ্রিধারী প্রার্থীদের। এর প্রতিবাদে নতুন করে কলকাতা হাইকোর্টের (calcutta high court) দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী।
ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ (SSC 2016)
বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা(SSC 2016)। মামলাকারীদের বক্তব্য, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা পরীক্ষায় বসেছিলেন, এবং কমিশনের তৎকালীন নিয়ম অনুযায়ী স্পেশাল বি.এড যোগ্যতা অনুমোদিত ছিল। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হলেও স্পষ্টভাবে সেই স্পেশাল বিএড ডিগ্রীধারীদের আবেদনগ্রহণের বিষয়টি বাদ রাখা হয়েছে। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে।
আবেদন করার সুযোগ দেওয়া হয়নি (SSC 2016)
মামলাকারীদের দাবি, ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে অনেকেই চাকরি পেয়েছিলেন এই স্পেশাল বিএড ডিগ্রিধারীরা (SSC 2016)। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরও চাকরি চলে গিয়েছে। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায়, এই স্পেশাল বিএড ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। গত ৩০ মে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। সেখানেও এই বিষয়ে পরিষ্কার করে কিছু উল্লেখ করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নতুন এই অভিযোগে আবারও নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে আইনজীবী মহল।

আরও পড়ুন: CJI BR Gavai : সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রধান বিচারপতি বিআর গবই
সময়সীমা আরও সাত দিন বাড়লো (SSC 2016)
২০১৬ এসএসসি চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC 2016)। গত ৩০ মে রাজ্য শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাতে আগামী ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত করার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। ওবিসি মামলার কারণে কয়েকদিন অনলাইনে আবেদনের পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল। সেই কারণে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।