ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াকে পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর মোবাইল নিতে পারবে। কিন্তু মোবাইল ফোন অক্ষত অবস্থায় ছাত্রকে আবার ফেরত দিতে হবে। তা নিশ্চিত করতে হবে পুলিশকে। আগামী ৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। ওই দিন মামলার সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনায় অভিযুক্ত ছাত্র উদ্দীপন কুন্ডুকে পুলিশী তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে উদ্দীপনের মোবাইল ফোন নিতে পারবে পুলিশ। কিন্তু সেই ফোন আবারও ফেরত দিতে হবে। তা নিশ্চিত করতে হবে পুলিশকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের। আগামী ৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওই সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন: Kalyani Expressway : ফের ট্রলি ব্যাগে দেহ উদ্ধার, ক্যাব চালকের তৎপরতায় পুলিশের জালে অভিযুক্ত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনায় জিজ্ঞাসাবাদের পরও পুলিশ তাকে বারবার ডেকে পাঠানোর নামে হেনস্থা করছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উদ্দীপন কুন্ডু। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন অভিযুক্ত পড়ুয়ার নাম এফআইআর এ রয়েছে। তাই তিনি ছাত্র হলেও এ ব্যাপারে কোনরকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট।
বুধবার মামলার শুনানিতে উদ্দীপনের আইনজীবী আদালতে দাবি করে, উদ্দীপনকে শুধু দেখে পাঠানোই নয়, পুলিশ তাঁর মোবাইলও চেয়েছে। মোবাইল কি কোন ব্যক্তির ব্যক্তিগত জিনিস। আর সুপ্রিম কোর্ট মোবাইলকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে। তাহলে পুলিশকে কেন মোবাইল দিতে হবে? শুধুমাত্র হেনস্থা করার উদ্দেশ্যেই মোবাইল চাইছে পুলিশ। একজন ছাত্রের সঙ্গে পুলিশ এরকম ব্যবহার করতে পারে না।
আরও পড়ুন: Birbhum: বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের! গ্রেপ্তার ৩, মাদক পাচার নাকি ডাকাতি?
তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু ওই ছাত্রের নাম এফআইআর-এ রয়েছে তাই এই অবস্থায় আদালত তাতে কোনরকম হস্তক্ষেপ করবে না। ওই পড়ুয়াকে পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে পুলিশ মোবাইল নিতে পারে। কিন্তু মোবাইলের কোনও ক্ষতি না করে তা ফেরত দিতে হবে ওই ছাত্রকে (Jadavpur University) । যাতে ওই ছাত্রকে আর মোবাইল কিনতে না হয়। সেটাও নিশ্চিত করতে হবে পুলিশকে। আগামী ৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন মামলার সব পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।