ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের মামলায়(Sheikh Shahjahan)সিট গঠন করে তদন্ত করবে সিবিআই-ই। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
বিজেপি কর্মী খুনের মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট(Sheikh Shahjahan)
২০১৯ সালের ৮ জুন সন্দেশখালিতে খুন হন স্থানীয় তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। যদিও এখনও নিখোঁজ দেবদাস মণ্ডল। কিন্তু তাঁর পরিবারের দাবি তাকেও খুন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করে ন্যাজাট থানার পুলিশ। এই মামলায় প্রথম চার্জশিটে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানেরও(Sheikh Shahjahan’s case) নাম ছিল। কিন্তু তদন্তভার সিআইডি-এর হাতে হস্তান্তর হওয়ার পরেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয় শেখ শাহজাহানের নাম।
বিপাকে সন্দেশখালির ‘বাঘ’(Sheikh Shahjahan)
সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল ও দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েন। এমনকি তাদের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য শেখ শাহজাহানের(Sheikh Shahjahan) বাহিনী প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও আদালতে দাবি করেন তাঁরা। সেই মামলায় গত ৩০ জুন এই খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আরও পড়ুন: Kavi Subhash Metro: বন্ধ মেট্রো, চালু নয়া পরিষেবা, জানেন ভাড়া কত?
CBI তদন্তের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও
বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল শাহজাহান। সেই মামলাতেই সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, সন্দেশখালির তিন বিজেপি কর্মীর খুনের মামলার তদন্ত সিবিআই-ই চালিয়ে যাবে বলে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চও।
আরও পড়ুন: Brutal Murder: যৌনাঙ্গ কেটে যুবককে নৃশংস হত্যা, মৃতদেহ মিললো জলাধারে