ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের(Migrant Workers)আটকের মামলায় ওড়িশা সরকারের থেকে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে নাকি আটক করা হয়েছে, তা হলফনামা আকারে কলকাতা হাইকোর্টকে(Calcutta High Court) জানাতে হবে ওড়িশা সরকারকে। বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
আমরা বাঙালি বিদ্বেষী নই, দাবি ওড়িশা সরকারের(Migrant Workers)
বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্টে ওড়িশা সরকারের পক্ষে জানানো হয়, বাঙালি হলেই বা বাংলা ভাষায় কথা বললেই তারা এদেশের নাগরিক নয় বলে গ্ৰেফতার করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই রকম কাউকে গ্রেফতার করা হয়নি বলেও বুধবার আদালতে জানায় ওড়িশা সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এদিন শুনানিতে ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল পি আচার্য বলেন,‘বাঙালিরা আমাদের প্রতিবেশী। আমাদের বন্ধু, ভাই। এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন না। আমরা বাঙালি বিদ্বেষী নই। ওড়িশায় প্রচুর বাঙালি রয়েছেন। শুধু তা-ই নয়, ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতিও বাংলা থেকেই গিয়েছেন।’’
কাউকে গ্রেফতার করা হয়নি, দাবি ওড়িশা সরকারের(Migrant Workers)
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেন, ‘কতজন তামিল, কতজন গুজরাতিকে গ্রেফতার করেছেন, তা জানান? শুধুমাত্র বাঙ্গালিদেরই কেন বেছে বেছে যাচাই করা হচ্ছে?’ বিচারপতি তপব্রত চক্রবর্তী তখন ওড়িশার এজির কাছে জানতে চান, ‘ গ্রেফতার করা হয়েছে নাকি আটক করা হয়েছে তা আদালতকে জানাতে হবে।’ ওড়িশার এজি তখন আদালতকে জানান, ‘কাউকে গ্রেফতার করা হয়নি। ফরেনার্স আইন অনুযায়ী, যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য যাচাই করা হচ্ছে। এটা আইন অনুযায়ী একটি ভেরিফিকেশন শুধুমাত্র।’
রাজ্য আইনজীবীকে পুরীতে যাওয়ার নিমন্ত্রণ ওড়িশার এজির(Migrant Workers)
রাজ্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ‘হঠাৎ করে কেউ কী করে বিদেশি হয়ে যায়? ৪০০ জন বাঙালিকে গ্রেফতার করা হয়েছে। ওড়িশা সরকার কীসের ভিত্তিতে এদের সন্দেহ করল?’ তা শুনে, ওড়িশার এডভোকেট জেনারেল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুরীতে যাওয়ার নিমন্ত্রণ জানান। ওড়িশার এজি পি আচার্য্য বলেন, ‘এটা সম্পূর্ণ দেশের ব্যাপার। বাঙালি-অবাঙালি বলে বিভ্রান্ত করবেন না। আপনাকে পুরীতে আসার নিমন্ত্রণ রইল।’আগামী ২৯ আগস্ট আবারও এই মামলার পরবর্তী শুনানি। বাংলার পরিযায়ী শ্রমিকদের(Migrant Workers) গ্রেফতার করা হয়েছে, নাকি আটক করা হয়েছে, তা বিস্তারিত আকারে হলফনামা আদালতে জমা দিতে হবে ওড়িশা সরকারকে বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব, আবার ভারী বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা!