ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার নবান্ন অভিযানে (Nabanna Abhijan) নামছে ‘বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’, ‘যৌথ মঞ্চ’ এবং ‘সরকারি কর্মচারি পরিষদ’। সংগঠনগুলির দাবি, রাজ্যের ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, SSC-2016 উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ, বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং সরকারি দপ্তরে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এই দাবিগুলি ঘিরেই সোমবার নবান্ন অভিমুখে মিছিলের আয়োজন করা হয়েছে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে ফোরশোর রোড ধরে কাজিপাড়া হয়ে পৌঁছাবে নবান্ন বাস স্ট্যান্ডে। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই তারা বসে পড়ে বিক্ষোভ জানাবেন। মঞ্চের দাবি অনুযায়ী, মিছিলে কমপক্ষে পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করবেন।
আদালতের নির্দেশের পরও পুলিশের অতিসক্রিয়তা (Nabanna Abhijan)
এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশ কড়া প্রস্তুতি শুরু করেছে। আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও বেআইনি জমায়েত (Nabanna Abhijan) হলে সঙ্গে সঙ্গেই আইনি পদক্ষেপ নিতে হবে। সেই নির্দেশকে সামনে রেখেই হাওড়া সিটি পুলিশ ও রাজ্য পুলিশ একযোগে পরিকল্পনা করছে নবান্ন অভিযানের মোকাবিলায়।

লোহার ব্যারিকেড, জলকামান, ড্রোন— রণসজ্জায় পুলিশ প্রশাসন (Nabanna Abhijan)
মিছিল রুখতে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বসানো হচ্ছে প্রায় ১০ ফুট উঁচু লোহার ব্যারিকেড। প্রথম ব্যারিকেড তৈরি হয়েছে রেল মিউজিয়ামের কাছে। এছাড়া, গ্র্যান্ড ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাট গেট, বঙ্গবাসী মোড়, শিবপুর কাজিপাড়ার মোড় এবং নবান্নর সংলগ্ন এলাকায় বসানো হচ্ছে লোহা ও কংক্রিটের ব্যারিকেড।
আরও পড়ুন: OBC List :ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
এই অভিযানে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ২ হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হচ্ছে। রাস্তায় থাকবেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে তিনটি জলকামান।
ড্রোনে নজরদারি, নজরে থাকবে প্রতিটি পদক্ষেপ (Nabanna Abhijan)
জমায়েত ও আন্দোলনের গতিবিধি নজরে রাখতে হাওড়া সিটি পুলিশ ১০টি ড্রোন ওড়ানোর পরিকল্পনা করেছে। উচ্চ প্রযুক্তির মাধ্যমে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে চাইছে পুলিশ প্রশাসন।
নবান্ন অভিযান (Nabanna Abhijan) ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনকারীরা অনড়, আর পুলিশ প্রশাসন কঠোর। ফলে সোমবার হাওড়া শহর জুড়ে জনজীবন এবং ট্রাফিক ব্যবস্থা চাপে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।