ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মরশুমের প্রথম মৌসুমী নিম্নচাপের দাপটে টানা বৃষ্টিতে ভাসছে গোটাবাংলা। মঙ্গলবার সকালেও সেই ছবি অব্যাহত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাস্তাঘাট জলমগ্ন, বন্ধ হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা (Low Pressure System), আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পরিস্থিতি আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির সম্ভাবনা (Low Pressure System)
গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর এই নিম্নচাপটি (Low Pressure System) বর্তমানে অবস্থান করছে। এটি কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে। আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।
আরও পড়ুন: Rain forecast: বর্ষার বঙ্গে ফের নিম্নচাপ! ঝোড়ো হাওয়া, ভারী বর্ষণের পূর্বাভাস উত্তর-দক্ষিণে
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি (Low Pressure System)
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। সপ্তাহের বাকি দিনগুলোতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস।
কলকাতায় মেঘলা আকাশ, কমবে তাপমাত্রা (Low Pressure System)
কলকাতার আকাশ মঙ্গলবার সারাদিনই মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির ফাঁকে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে।
আরও পড়ুন: Weather Forecast: নতুন নিম্নচাপে ফের বৃষ্টির দাপট, উপকূল ও উত্তরবঙ্গে সতর্কতা জারি!
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা (Low Pressure System)
উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা সপ্তাহ জুড়েই।
সতর্কতা উপকূলে
ঝড়বৃষ্টির প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলির কাছে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রগামী মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও নিচু এলাকায় জল জমে যেতে পারে। শহরাঞ্চলে যানজটের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়তে পারে চাষবাসও।