ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পূর্বাভাস সত্যি করে বছরের শুরুতেই প্রথম তুষারপাত(Snowfall) দেখলো সিকিম(Sikkim)। বরফে ঢেকেছে সিকিমের(Snowfall In Sikkim) লাচুংয়ের গাছপালা-রাস্তাঘাট। তবে উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল সিকিমে। এখন বরফের চাদর গায়ে দিতে পেরে খুশি পর্যটকরাও।
বরফের চাদরে ঢাকা জনপ্রিয় পর্যটন কেন্দ্র(Snowfall In Sikkim)
মঙ্গলবার রাত থেকেই উত্তর সিকিমের লাচুংয়ে শুরু হয় তুষারপাত(Snowfall)। বরফের চাদরে(Snowfall In Sikkim)ঢাকা পড়েছে নাথু লা, লাচুং, লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। তবে তুষারপাত এখানে নতুন কোনও ঘটনা নয়। তবে শীতের মরশুমে কলকাতা-সহ দেশের অনেক শহর থেকে পর্যটকরা তুষারপাত দেখার জন্য ছুটে আসেন।
তুষারপাতে খুশি পর্যটকরা(Snowfall In Sikkim)
নতুন বছরে পর্যটকদের নিরাশ করেনি এই শহর। রাস্তাঘাট থেকে গাছপালা বরফের চাদরে(Snowfall In Sikkim)মুড়ে যায়। চারদিক সাদা হয়ে ওঠেছে। বরফ দেখে গাড়ি থামিয়ে তা উপভোগ করতে দেখা যায় পর্যটকদের। অনেকে ছবি তোলেন, ভিডিও করেন। কেউ কেউ বাড়িতে থাকা প্রিয়জনকে তা ভিডিও কলে দেখান। ফলত পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা বেজায় খুশি। তবে শুধু সিকিম নয়, তুষারপাত হয়েছে দার্জিলিংয়েও। নতুন করে শ্বেতশুভ্র হয়ে উঠেছে সান্দাকফু, ফালুট। এমন আবহাওয়ার ঝাপটা লেগেছে সমতলেও। কুয়াশায় মুখ ঢেকেছে সূর্য।
আরও পড়ুন : Low GDP Growth: ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি কমে ৬.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস!
নাগাড়ে তুষারপাতে জমেছে ব্ল্যাক আইস
তবে প্রবল তুষারপাতের কারণে ব্ল্যাক আইস জমে বন্ধ হয়েছে একাধিক রাস্তা। নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। কিছু জায়গায় কালো বরফ তৈরি হয়েছে যা সড়াতে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। বিপদের ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো নাথু লা এবং ছাঙ্গু লেকে পর্যটকদের যাতায়াত। বুধবার থেকে এই দুই পর্যটন স্থলে যাওয়ার জন্য আর কোনও পারমিট ইস্যু করা হবে না। প্রশাসনের তরফে এই খবর মিলতেই মন খারাপ পর্যটকদের।
আরও পড়ুন : Supreme Court on OBC: সুপ্রিমে পিছোল OBC শুনানি, বহাল হাইকোর্টের রায়
ব্ল্যাক আইস কী?
কী এই ব্ল্যাক আইস? নাগাড়ে তুষারপাতের(Snowfall)জেরে বরফের পুরু আস্তরণ তৈরি হয় রাস্তা এবং লেকের উপর। চকচকে এবং পিচ্ছিল হয় এই বরফের আস্তরণ। রং যদিও কালো নয় তবে এই বরফের পুরু আস্তরণের উপর যাতায়াত বিপজ্জনক হতে পারে। ফলে আস্তরণ না সরানো পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।
তুষারপাতের পূর্বাভাস
আগে থেকেই সিকিমে(Sikkim)ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। এই তুষারপাতের প্রভাব কেবল সিকিমেই সীমাবদ্ধ নয়, উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও এর প্রভাব পড়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাও বুধবার কুয়াশার দাপট অনেকটাই কমবে। এদিকে বুধবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার – এই চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।