ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষার শুরু থেকেই হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে (Himachal Pradesh Disaster) প্রাকৃতিক দুর্যোগের রূপ ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে একের পর এক ধস নেমে এসেছে। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। বিশেষ করে হিমাচলের চণ্ডীগড়-মনালী ও চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক ধসে কার্যত অচল হয়ে পড়েছে।
বিপাকে পর্যটক ও পুণ্যার্থীরা (Himachal Pradesh Disaster)
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন প্রচুর পর্যটক ও পুণ্যার্থী (Himachal Pradesh Disaster)। রাস্তা বন্ধ থাকায় অনেকে মাঝপথে আটকে পড়েছেন, আর তাঁদের মধ্যে অধিকাংশই রাত কাটাতে বাধ্য হয়েছেন গাড়িতেই। উত্তরপ্রদেশের এক পর্যটক জানান, “আমরা পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছি। দরকার হলে ফিরে যাব। জীবন সবচেয়ে মূল্যবান।” অম্বালার এক ট্রাকচালক বলেন, “বর্ষা শুরু হওয়ার পর থেকেই যাতায়াতে নানারকম সমস্যা হচ্ছে। কিন্তু পেটের দায়ে যেতে হয়।”
মেঘভাঙা বৃষ্টির কারণে ভেঙে যায় সেতু (Himachal Pradesh Disaster)
হিমাচলের কিন্নৌর জেলায় মেঘভাঙা বৃষ্টির কারণে দু’টি অস্থায়ী সেতু ভেঙে যায় (Himachal Pradesh Disaster)। তাতে মাঝপথে আটকে পড়েন বহু পুণ্যার্থী, যারা কৈলাস ট্রেকিংয়ে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৪০০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। অন্যদিকে, হিমাচলের প্রশাসন বিকল্প একমুখী রাস্তা খোলার ভাবনাচিন্তা করছে, যাতে অন্তত হালকা গাড়ি চলাচল করতে পারে।
আরও পড়ুন: WB Flood Situation: জল ছাড়ার হিসেব দিল কেন্দ্র, তথ্য গোপনের অভিযোগ তৃণমূলের
উত্তরকাশী জেলায় আপাতত লাল সতর্কতা জারি
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, চলতি বর্ষা মরসুমে এখনও পর্যন্ত হিমাচলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯৪ জন। সম্পত্তি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১.৮৫ লক্ষ টাকার। উত্তরাখণ্ডের পরিস্থিতিও ভয়াবহ। উত্তরকাশীর ধরালী গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে হঠাৎ হড়পা বান নেমে এসেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে, ভেসে গিয়েছে ঘরবাড়ি। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ১১ জন সেনাকর্মী। উত্তরকাশী জেলায় আপাতত লাল সতর্কতা জারি করা হয়েছে।