ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রবল বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি এবং ধস (Himachal Pradesh Weather Update) একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হিমাচল প্রদেশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের মন্ডী জেলায় ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। একই সময়ে ঘটেছে চারটি হড়পা বানের ঘটনা। মঙ্গলবার রাতভর রাজ্যের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির ফলে ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
প্রবল বর্ষণের জের (Himachal Pradesh Weather Update)
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মন্ডী (Himachal Pradesh Weather Update) জেলায় রেকর্ড ২৫৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের জেরে জেলার বহু জায়গায় ধসও নামতে শুরু করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের, এখনও নিখোঁজ রয়েছেন ১৬ জন। প্রশাসন আশঙ্কা করছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।
মেঘভাঙা বৃষ্টি (Himachal Pradesh Weather Update)
সবচেয়ে ক্ষতিগ্রস্ত মন্ডী (Himachal Pradesh Weather Update) জেলা। এখানেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। গোহর, কারসোগ, ধরমপুর ও থুনাগের মতো জায়গায় একাধিক মেঘভাঙার ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মন্ডীতেই ২৪৮টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। রাজ্যজুড়ে মোট ৪০৬টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।
নদী উপচে পড়ার আশঙ্কা
এছাড়া, মন্ডীর বিভিন্ন অংশে ৯৯৪টি বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে, যার ফলে বহু এলাকা অন্ধকারে ডুবে আছে। স্থানীয় প্রশাসন মন্ডী ও হামিরপুরে সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জেলার ডেপুটি কমিশনার অপূর্ব দেবগনের বক্তব্য অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে ২৪টি বাড়ি, একটি সেতু, ১২টি পশুখামার এবং বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্তত ৩০টি গবাদি পশু। বিপদ বাড়িয়েছে বিপাশা নদীর জলের উচ্চতা। পান্ডোহ বাঁধ থেকে ছাড়া হয়েছে ১.৫ লক্ষ কিউসেক জল, যার ফলে নদী উপচে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বর্ষার শুরু থেকেই রাজ্যে ক্ষয়ক্ষতি
উদ্ধারকাজে যৌথভাবে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, হোমগার্ড ও পুলিশ। কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানান, বর্ষার শুরু থেকেই রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার বেশি। তিনি বলেন, “গত কয়েক বছরে মেঘভাঙা বৃষ্টির সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর কারণ বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
আরও পড়ুন: GST Relief: মুদ্রাস্ফীতির মধ্যে স্বস্তির আশা, সংসারের জিনিসে কমতে পারে GST!
কমলা সতর্কতা জারি
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। বিশেষ করে কাংড়া, সোলান, সিরমৌর, উনা, হামিরপুর এবং মন্ডী জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদেরও হিমাচল ভ্রমণ আপাতত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।