ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে তিন ভাষা নীতিকে কেন্দ্র (Hindi Imposition Row) করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন কেন্দ্রীয় সরকারের ‘হিন্দি চাপিয়ে দেওয়ার নীতি’র বিরুদ্ধে সরব হয়েছেন।
সমাজ মাধ্যমে সরব স্ট্যালিন (Hindi Imposition Row)
তিনি তার সমাজ মাধ্যমে লিখেছেন, ‘‘কত ভারতীয় ভাষা হিন্দির (Hindi Imposition Row) আগ্রাসনে হারিয়ে গেছে! ভোজপুরি, মৈথিলি, অওয়াধি, সাঁওতালির মতো বহু ভাষা আজ বিপন্ন। হিন্দি চাপিয়ে দেওয়ার মাধ্যমে প্রাচীন মাতৃভাষাগুলোকে ধ্বংস করা হচ্ছে।’’ স্ট্যালিন স্পষ্ট জানিয়েছেন, তামিলনাড়ুতে এই নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
হিন্দি চাপিয়ে দেবার চেষ্টা!
২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে তিন ভাষা নীতি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা শেখা বাধ্যতামূলক।
আরও পড়ুন: Delhi Girl Assault: দিল্লিতে টিউশন পড়তে গিয়ে ধর্ষিতা এক ছাত্রী!
তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলি, বিশেষ করে তামিলনাড়ু ও তেলঙ্গানা, এই নীতিকে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে। তামিলনাড়ুতে ইংরেজি ও তামিল ভাষা শিক্ষা বাধ্যতামূলক হলেও হিন্দি যোগ করার বিষয়টি নিয়ে ব্যাপক আপত্তি উঠেছে।
মোদীর আশ্বাসে সন্তুষ্ট নয়
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি তামিলনাড়ু সফরে গিয়ে বলেছেন, ‘‘মোদী সরকার কোনো রাজ্যের উপর হিন্দি চাপাবে না।’’ তবে স্থানীয় রাজনৈতিক দলগুলো এই আশ্বাসে সন্তুষ্ট নয়। এডিএমকে-সহ বিরোধী দলগুলোও হিন্দি আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই বিতর্ক ভাষা ও সংস্কৃতির অধিকারের প্রশ্নে জাতীয় পর্যায়ে আলোচনার সূত্রপাত করেছে।