Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছেলেদের এশিয়া কাপে ভারতীয় দলের দাপট দেখা গেছে। এবার মেয়েদের এশিয়া কাপে সিঙ্গাপুরকে উড়িয়ে জয় ছিনিয়ে নিলো মেয়েদের দল (Hockey Asia Cup)।
এশিয়া কাপে ভারতীয় মেয়েদের বাজিমাত (Hockey Asia Cup)
সদ্য শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারত তাদের সামনে কাউকেই দাঁড়াতে দেয় নি। ফাইনালে কোরিয়াকে হারিয়ে চতুর্থবার এশিয়া কাপের শিরোপা জিতেছে ছেলেদের হকি দল। সেই একই দাপটের সাথে দেখা গেল মহিলা হকি দলকেও (Hockey Asia Cup)।
চিনে চলছে মেয়েদের এশিয়া কাপ আর সেখানেই নিজেদের সেরা ছন্দে দেখা গেল দলকে। গ্ৰুপ পর্বের ম্যাচে সিঙ্গাপুরকে ১২-০ গোলে উড়িয়ে জয় নিজেদের নামে করে নিয়ে মহিলা হকি দল। যার ফলে সুপার ফোরে জায়গা পাকা ভারতীয় মহিলা দলের।
সোমবার অর্থাৎ ৮ তারিখ সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামে ভারত। সেই ম্যাচ তারা জেতে ১২ গোলে। ম্যাচে গোলের তালিকায় রয়েছেন নবনীত, মুমতাজ, নেহা, লালরেমসিয়ামি, উদিতা, শর্মিলা, ঋতুরাজ পিসাল। ভারতের শুরুটাও হয়েছে ভাল ভাবে। ম্যাচের দু মিনিটের মধ্যেই গোল পায় ভারত। রিভার্স শটে মুমতাজ খান টপ অফ দ্য সার্কেল থেকে গোল করেন। শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সিঙ্গাপুর দল। যার পর আর তারা ম্যাচে ফিরতে পারে নি (Hockey Asia Cup)।

আরও পড়ুন: Nepal Unrest Situation: প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে বিক্ষোভ, পুলিশের গুলিতে মৃত ১৯!
আট মিনিটের মাথায় ভারত পেনাল্টি পেলেও সেটা আটকাতে সক্ষম হয় সিঙ্গাপুর দল। তবে ম্যাচে নিজেদের সেরাটা দিতে দেখা যায় ভারতীয় দলকে। তারা এগিয়ে যাওয়ার কোনও সুযোগ হাতছাড়া হতে দেয় নি। আক্রমণাত্মক খেলায় ব্যবধান বাড়াতে সক্ষম হয় দল। প্রথম কোয়ার্টার শেষের আগে নবনীত পেনাল্টি কর্নার থেকে স্কোর ৪-০ করেন (Hockey Asia Cup)।
দ্বিতীয় কোয়ার্টারে সিঙ্গাপুরকে খানিকটা আক্রমণ বাড়াতে দেখা যায়, যার ফলে সেই সময়ে গোল পেতে বেগ পেতে হয় ভারতকে। ম্যাচের ২০ মিনিটে গোল করেন নবনীত আর তারপরে আরও আক্রমণ বাড়াতে দেখা যায় দলকে। হাফটাইমে ভারত ৭-০ তে এগিয়ে থাকার পর সবার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে কত ব্যবধানে ভারত ম্যাচ জিতবে আর সেটা হয় ১২-০।
ভারতের দাপটের কাছে কার্যত দাঁড়াতেই পারে নি সিঙ্গাপুর দল। ম্যাচ শেষ হয় ভারতের পক্ষে। খেলার ফলাফল দাঁড়ায় ১২-০। ভারতের আগামী খেলা ১০ সেপ্টেম্বর (Hockey Asia Cup)।