ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দোলের (Holi 2025) দিন মীন রাশিতে গঠিত হবে চর্তুগ্রহী যোগ। ১৪ মার্চ দোলের দিন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে সূর্য। সেই সময় মীন রাশিতে অবস্থান করবে বুধ, শুক্র ও শনি। ২৭ ফেব্রুয়ারি থেকে মীন রাশিতে রয়েছে বুধ এবং ২৭ জানুয়ারি থেকে মীন রাশিতে রয়েছে শুক্র। বুধ ও সূর্যের মিলনে মীন রাশিতে গঠিত হবে বুধাদিত্য যোগ, আবার শুক্র ও সূর্যের মিলনে মীন রাশিতে গঠিত হবে শুক্রাদিত্য যোগ। এর পাশাপাশি আগামী ২৯ মার্চ পর্যন্ত মীন রাশিতে থাকবে শনিও। সে দিন আবার রয়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই সব যোগের শুভ প্রভাব পড়বে কোন রাশির উপর জেনে নিন।
মীন রাশি (Holi 2025)
সুখ ও শান্তি বজায় থাকবে মীন রাশির জাতকদের জীবনে (Holi 2025)। বুধ, শুক্র ও সূর্যের যুতিতে আপনার সব সমস্যার সমাধান হবে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। বড় কোনও বিনিয়োগ করে বড় আর্থিক লাভ করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। নিজের পছন্দের স্থানে বেড়াতে যেতে পারবেন। কর্মসূত্রেও ভ্রমণ হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পরীক্ষায় ভালো ফল করবেন তাঁরা।

মকর রাশি (Holi 2025)
একাধিক শুভ যোগে দোল পূর্ণিমা (Holi 2025) থেকেই জীবনের কোনও বড় সমস্যা মিটে যেতে পারে মকর রাশির জাতকদের। এই সময় অতিরিক্ত অর্থ উপার্জন হতে পারে। বেশ কিছু সুখবর পেতে পারেন। সাংসারিক ঝামেলার অবসান হবে। অর্থ সঞ্চয় করার সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে ঝামেলা চললে এই সময় তা মিটে যাবে। নিজের কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

আরও পড়ুন: Saptagrahi Yog: মীন রাশিতে গঠিত হবে বিরল সপ্তগ্রহী যোগ, ভাগ্য বদলাবে কোন রাশির
বৃষ রাশি
বিভিন্ন গ্রহের এই শুভ যোগাযোগের ফলে পজ়িটিভ পরিবর্তন আসবে বৃষ রাশির জাতকদের জীবনে। সাংসারিক জীবনে এই সময় সুখ শান্তি থাকবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। আর্থিক উন্নতির যোগ আছে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। বিভিন্ন গ্রহের অনুকূল অবস্থানের ফলে দোলের দিন থেকেই আপনার সামনে উন্নতির নতুন পথ খুলে যাবে। মন শান্ত করে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন।
