ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আর ক’দিন পরই দোল উৎসব (Holi 2025)। আট থেকে আশি সকলেই এই উৎসবে সমানভাবে সামিল হন। তবে, দোলের উৎসবকে ঘিরে কচিকাঁচাদের উৎসাহ থাকে বেশি। সকাল থেকে রঙ আর পিচকারি হাতে নেমে পড়তে দেখা যায় কচিকাঁচাদের। বাজারে গেলেই লাল, নীল, সবুজ রঙের (Holi 2025) আবিরের ছড়াছড়ি। তবে এই সব আবিরে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ শিশুদের কোমল ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দেয়। ত্বকের ক্ষতি এড়িয়েও রঙ খেলা উপভোগ করা যায়। তার জন্য বাড়িতে বানিয়ে নিতে হবে রঙ। যা ত্বকের বা স্বাস্থ্যের কোনও ক্ষতি করবে না। এ বার হেঁশেলের উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ভেষজ রং। খুদের স্বাস্থ্যের কথা ভেবে না হয় একটু সময় খরচ করলেন! জেনে নিন, কোন রং কী ভাবে বানাবেন।
হলুদ রঙ (Holi 2025)
হলুদ আবির : দোলের (Holi 2025) রঙগুলির মধ্যে অন্যতম উজ্জ্বল রঙ হল হলুদ। উল্লেখ্য, শাস্ত্রজ্ঞরা বলে থাকেন, রঙগুলির মধ্যে হলুদ হল আনন্দ ও জীবনবোধের প্রতীক। এই হলুদ রঙ ঘরে বানাতে গুঁড়ো হলুদ ও ময়দা ১:২ অনুপাতে মিশিয়ে নিয়ে শুকনো ভেষজ আবির তৈরি করে ফেলুন। বেসন না থাকলে চালের গুঁড়োর সঙ্গেও মেশানো যেতে পারে হলুদ।
হলুদ জলরঙ : হলুদ জলরঙ তৈরি করতে হলে, গাঁদা বা হলুদ চন্দ্রমল্লিকার পাপড়ি নিয়ে তা জলে ফুটিয়ে নিলেই তৈরি হবে হলুদ ভেষজ রঙ।

লাল রঙ (Holi 2025)
লাল আবির : জবা ফুলের পাপড়ি শুকনো করে তা দিয়ে তৈরি হতে পারে দোলের লাল রঙ (Holi 2025)। এই পাপড়ি নিয়ে তা ভালো করে বাড়িতে গুঁড়িয়ে নিতে হবে। এতে লাল চন্দনও মিশিয়ে নিতে পারেন। এছাড়াও এই গুঁড়োর মধ্যে চালগুঁড়ো মিশিয়ে নিতে পারেন।
লাল জলরঙ : লালের জল রঙ তৈরি করতে, লাল বেদানার খোসা ছাড়িয়ে ওই খোসা জলে ফুটিয়ে নিলেই তা হবে লাল রঙ।
সবুজ রঙ
সবুজ আবির : পালং শাক বেটে নিন। এ বার সেই মিশ্রণটি ভাল করে ছেঁকে নিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে নিন। তরল মিশ্রণটি বড় ট্রে-তে রেখে এক কাপ কর্নফ্লাওয়ারের সাথে ভাল করে মিশিয়ে নিন। কোনও মণ্ড যেন না তৈরি হয়, সে দিকে নজর রাখুন। এ বার মিশ্রণটি রোদে শুকিয়ে হাতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ রঙ।
সবুজ জলরঙ : জলে ফুটিয়ে নিন পালং, ধনেপাতা, পুদিনাপাতা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি সবুজ জলরঙ।

গোলাপি রঙ
গোলাপি আবির : বিটের রস তৈরি করে ভাল করে ছেঁকে নিন। এক কাপ বিটের রস নিয়ে তাতে এক টেবিল চামচ গোলাপ জল দিন। তরল মিশ্রণটির সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে কিংবা মাইক্রোওয়েভে শুকিয়ে নিন। এ বার হাত দিয়ে ভাল গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপি আবির। খুব সূক্ষ্ম গুঁড়ো চাইলে মিশ্রণটি মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন।
গোলাপি জলরঙ : বিটরুটের টুকরো বা লাল পেঁয়াজ সেদ্ধ করে ছেঁকে নিন ৷ সেই জল ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। এতেই আসবে গোলাপি রঙ ৷

আরও পড়ুন : Weight Loss: হলুদ খেলেও কমবে ওজন, কিন্তু কী ভাবে খেলে কাজ হবে তাড়াতাড়ি?
বাদামি রঙ
বাদামি আবির : বাদামি রঙ পেতে প্রথমে কফিগুঁড়ো জলে ভালো করে ফুটিয়ে নিন। জলের রঙ যখন বাদামি হয়ে যাবে, তখন নামিয়ে ঠান্ডা করুন। এবার কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিন হাতের সাহায্যে। একটা দিন সময় দিন ভালো করে শুকিয়ে যেতে। শুকিয়ে গেলে তাতে অল্প পরিমাণে গোলাপ জল মিশিয়ে দিন সুগন্ধের জন্য।
বাদামি জলরঙ : কফি তৈরির মত করে পরিষ্কার জলে কফিগুঁড়ো ভালো করে ফুটিয়ে নিন। নামিয়ে ঠান্ডা করলেই রেডি বাদামি জলরঙ।
আরও পড়ুন : Sleepiness At Office Remedies: অফিসে কাজের মাঝে খালি ঘুম পায়? রইল তন্দ্রা তাড়ানোর উপায়
ফুড কালারের ব্যবহার
এ ছাড়া ফুড কালারের ব্যবহার করে সহজেই ভেষজ রঙ বানিয়ে ফেলা যায়। এক কাপের চার ভাগ জল, পছন্দের রঙের ফুড কালার আর ৪ চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি থালায় ঢেলে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে মিশ্রণটি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পছন্দের রঙ বানিয়ে ফেলুন।