ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনে আসছে আবিরের রঙে রেঙে ওঠার দিন(Holi Weekend Destination)। চারদিকের এমন রঙিন আবহে দোল উদ্যাপনের জন্য অনেকেরই মন অন্য ঠিকানা খোঁজে। ১৪ মার্চ, শুক্রবার দোল। তার পর শনি-রবি ছুটি। অর্থাৎ, টানা ৩ দিনের একটা ছুটির অপেক্ষা করছে পরের মাসে। এই সুযোগকে বৃথা যেতে দেবেন না। বরং, এই ৩ দিনের ছুটিতে ছোট্ট একটা ট্রিপ প্ল্যান করে নিতে পারেন। কিন্তু কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না তাই তো? এমন কিছু ঠিকানা দিলাম যে দোলের সময় সেখানে গেলে আপনার সত্যিই ভালো লাগবে।
জামসেদপুরের দলমা রেঞ্জের আশ্রম (Holi Weekend Destination)
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ফুট উচ্চতায়, দলমা পাহাড় ঘন বন এবং আদিম সুবর্ণরেখা নদী দিয়ে ঘেরা এই আশ্রম(Holi Weekend Destination)। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন আছে যেগুলি নিমডিহের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় লোকশিল্পী ও সঙ্গীতশিল্পীদের সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। ট্রেনে যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘণ্টা। তবে আপনি কলকাতা থেকেও গাড়িতে গেলে প্রায় ৫-৬ ঘন্টা সময় নেবে।

তেপান্তর বসন্ত উৎসব ও মেলা (Holi Weekend Destination)
তেপান্তর গ্রাম পশ্চিম বর্ধমানের সাতকাহুনিয়ায় অবস্থিত। এটি বোলপুর থেকে ৩০ কিমি এবং পানাগড় থেকে ২০ কিমি দূরে। কলকাতা থেকে বোলপুর বা পানাগড় যাওয়ার জন্য ট্রেন ধরুন। পৌঁছে যাবেন আপনি। সেখানে গ্রামীণ বাংলার স্বনামধন্য শিল্পীদের পরিবেশনা থাকবে, মুর্শিদাবাদের রায়বশে এর পরে একটি ক্যাম্প ফায়ার, হোলিকা দহন এবং উপজাতীয় নৃত্য হয় প্রতিবছর দোলের দিনে। তেপান্তরের কাছে জনপ্রিয় ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে রয়েছে কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স, ১০৮ শিব মন্দির, দুর্গাপুর ব্যারেজ, কার্জন গেট, ক্রাইস্ট চার্চ, সাত দেউল, নবাব বাড়ি, গড় জঙ্গল মহর্ষি মেধাশ্রম ইত্যাদি।

আরও পড়ুন: Clean Hill Station Destinations: পরিষ্কার পাহাড়ের দেশে হারাতে চান? রইলো ভারতের মধ্যেই ঠিকানা
বৃন্দাবন
দেশের সর্বত্র দোল বা হোলি উৎসব পালন করা হয়। কিন্তু বৃন্দাবনের মতো হোলি ভারতের আর কোথাও হয় না বলে মনে করেন অনেকেই। রঙের উৎসব মেতে ওঠে গোটা বৃন্দাবন। দোলের সময় এখানে সকাল-বিকাল বলে কিছু নেই। সারাক্ষণ ধরেই রঙ নিয়ে খেলা চলে। শহরের সব রাস্তায় আবির ও রঙের মোটা আস্তরণ পড়ে যায়। সুতরাং, জীবনে একবার হলেও বৃন্দাবনের দোলের ছুটি কাটানো দরকার।
