Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পোপ ফ্রান্সিসের (Pope Francis) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একঝাঁক রাষ্ট্রনেতা। এবার পোপের প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা (Pope Francis)
সোমবার পোপের (Pope Francis) মৃত্যুর খবর আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, তিনদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করবে গোটা দেশ।সোমবারই প্রয়াত হন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবারই একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে, ভারতজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।। বিবৃতিতে বলা হয়েছে, ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়াও, শেষকৃত্যের দিন একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।রাষ্ট্রীয় শোক চলাকালীন, দেশ জুড়ে যে সমস্ত ভবনে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে জাতীয় পতাকাঅর্ধনমিত থাকবে । এই তিন দিন কোনও আনুষ্ঠানিক বিনোদন অনুষ্ঠান হবে না।
রাষ্ট্রনেতাদের শোকপ্রকাশ (Pope Francis)
অন্যান্য রাষ্ট্রনেতাদের মতো মোদিও (Narendra Modi) শোকপ্রকাশ করেন পোপের প্রয়াণে। গত বছর ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল নমোর। সেই সাক্ষাতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী লেখেন,’পোপ ফ্রান্সিসের (Pope Francis) মৃত্যুতে আমরা শোকাহত। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে উৎসর্গ করেছিলেন।’এছাড়াও পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।
গত ফেব্রুয়ারি মাসেই সংকটজনক অবস্থায় ইটালির হাসপাতালে ভর্তি করা হয়েছিল পোপ ফ্রান্সিসকে। তবে খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান পোপ। তারপরে চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। অসুস্থতার কারণে গুড ফ্রাইডের উপাসনা বা ইস্টারের বিশেষ উপাসনা- কোনও কিছুতেই উপস্থিত থাকতে পারেননি পোপ। কিন্তু রবিবার আচমকাই তিনি হাজির হন ইস্টারের বিশেষ জমায়েতে। সেন্ট পিটার্স স্কোয়্যারে ৩৫ হাজারেরও বেশি পুণ্যার্থীর দিকে হাত নাড়েন। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে বলেন, “ভাই এবং বোনেরা, হ্যাপি ইস্টার।”গাজার রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে তিনি বলেন, “সবপক্ষের কাছে আবেদন জানাই, অবিলম্বে যুদ্ধ থামান।” কিন্তু এই বার্তা দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই জীবন যুদ্ধে হেরে গেলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফে কার্ডিনাল কেভিন ফেরেল জানান, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস।