Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাধের বইয়ের তাকে বাসা বেঁধেছে উই? বাড়িতে বা শোবার ঘরের বিছানা, সিঁড়ির তলা সব জায়গাতেই ছড়িয়েছে উইয়ের(Termite) জাল। একটু স্যাঁতস্যাতে পরিবেশ হলে তো কথাই নেই, জাকিয়ে বসবে উইপোকার দল। অতঃপর উইপোকার উপদ্রবে টেকা দায় হয়ে পড়ে। তবে, জানেন কি আপনার হাতের কাছেই রয়েছে এমনকিছু টোটকা, যেটা দিয়ে সহজেই তাড়াতে পারেন উই। জেনে নিন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে উইপোকা নির্মূল করার পদ্ধতি।
উইপোকা দূর করার ঘরোয়া পদ্ধতি(Termite)
নুন বা নুন জল স্প্রে: উইপোকা(Termite)যেসব জায়গায় বাসা বাঁধে, সেখানে সরাসরি নুন ছিটিয়ে দেওয়া যেতে পারে। চাইলে নুন গলিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করাও যেতে পারে। নুন উইপোকার শরীরের পানি শোষণ করে তাদের ধ্বংস করতে সাহায্য করে।

কালো জিরে: রান্না করার মশলাও কিন্তু রান্নাতেই ম্যাজিক দেখায় না শুধু। তা কাজে লাগতে পারে আপনার বাড়ির উই নিধন যজ্ঞেও। কালো জিরে সবার বাড়ির রান্নাঘরেই থাকে। আর এই কালো জিরে হল যে কোনও পোকা-মাকড় তাড়ানোর অব্যর্থ টোটকা। রোদে কালো জিরে শুকোতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উই বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। উইপোকা(Termite)ধারে-কাছেও ঘেঁষবে না।
আরও পড়ুন: Janmashtami 2025: জন্মাষ্টমীর সকালে কোন মন্ত্র জপে মিলবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ?
কেরোসিন তেল স্প্রে: উইপোকা আক্রান্ত জায়গায় কেরোসিন তেল স্প্রে করাও কার্যকর। এটি একটি পুরনো কিন্তু শক্তিশালী পদ্ধতি।

নিমপাতা: মা-ঠাকুমাকে অনেক সময়েই দেখেছেন শাড়ির ভাঁজে নিম পাতা শুকিয়ে রাখতে। যাতে পোকা শাড়ি না কেটে ফেলে। নিম পাতার গন্ধ কেরামতি দেখাতে পারে উই নিধনের কাজেও। প্রথমে নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়ো করা নিম। প্রতি সপ্তাহে একবার করে নিমপাতা গুঁড়ো ছড়ালেই ফল পাবেন হাতেনাতে। এছাড়াও নিমপাতা জলে ফুটিয়ে বা নিম তেল পানিতে মিশিয়ে স্প্রে করাও যেতে পারে আক্রান্ত জায়গায়।
আরও পড়ুন: Daily Horoscope: শনিবারের বারবেলায় ভাগ্যের শিকে ছিঁড়বে কাদের?
ন্যাপথলিন: ন্যাপথলিনের বল রেখে দিন আসবাবের কোণায়। কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে রাখুন। বক্স খাটের ভিতরেও রাখতে পারেন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও ঘেঁষবে না।
প্রতিরোধই সর্বোত্তম ব্যবস্থা(Termite)
উইপোকা দূর করতে হলে শুধু আক্রান্ত জায়গায় চিকিৎসা করলেই হবে না, প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা। ঘরের ভেতর স্যাঁতসেঁতে ভাব যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। আসবাবপত্র নিয়মিত পরিষ্কার করতে হবে এবং সম্ভব হলে কিছুদিন পর পর রোদে দেওয়া উচিত। কাঠের আসবাবে বার্নিশ করলে তা অনেকাংশে উইপোকা প্রতিরোধে সহায়ক হয়।