ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়া পরে (Home Tutor), নিজে অন্যায় কাজ করে গ্রেপ্তার হলেন। বাগদার এই শিক্ষকের বাড়ি থেকে মিললো প্রচুর ভুয়ো নথি। বাগদায় প্রচুর ভুয়ো নথি-সহ গ্রেফতার গৃহশিক্ষক। উদ্ধার ভুয়ো বার্থ সার্টিফিকেট, রিফিউজি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট। ধৃতের বাড়ি থেকে উদ্ধার একাধিক সরকারি দফতরের ভুয়ো রবার স্ট্যাম্প। ধৃত গৃহ শিক্ষকের ৫ দিনের পুলিশ হেফাজত।
কে এই শিক্ষক (Home Tutor)
পুলিশ সূত্রে জানা যায় তিনি বাগদার বাসিন্দা, হঠাৎ পুলিশের রেড পরে এই গৃহ শিক্ষকের বাড়িতে ওরফে নিশিকান্ত সরকারের বাড়িতে। তারপরই মিললো আশ্চর্যকর কিছু নথিপত্র ও স্টাম। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন।

শিক্ষকের ঘর থেকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য (Home Tutor)
বাগদা থানার পুলিশের হাতে আসে একটি গোপন সূত্র, যেখানে নিশিকান্ত সরকারের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরির অভিযোগ তোলা হয়। সেই সূত্র ধরেই গত বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি দল হানা দেয় তার বাড়িতে। প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না, তবে ঘর তল্লাশি চলতেই থাকে। আর তখনই একের পর এক ভুয়ো নথিপত্র, সিল ও রবার স্ট্যাম্প উদ্ধার হতে থাকে।
কী কী মিললো তার বাড়ি থেকে?
পুলিশের সূত্র অনুযায়ী, নিশিকান্ত সরকারের বাড়ি থেকে পাওয়া গেছে—
- বহু ভুয়ো জন্ম সার্টিফিকেট
- রিফিউজি সার্টিফিকেট
- মাইগ্রেশন সার্টিফিকেট
- বিভিন্ন সরকারি দফতরের ভুয়ো রবার স্ট্যাম্প
- কিছু ব্ল্যাঙ্ক স্ট্যাম্পড নথি, যেগুলি যে কোনও সময় ব্যবহার করে বানানো যেত সরকারি কাগজ
আরও পড়ুন: Apu-Bubly: আমেরিকায় একান্তে শাকিব-বুবলি, অপুর রিঅ্যাকশনে ঝড় নেট পাড়ায়!
নিজে অন্যায় কাজ করে গ্রেপ্তার হলেন। বাগদার এই শিক্ষকের বাড়ি থেকে মিললো প্রচুর ভুয়ো নথি। বাগদায় প্রচুর ভুয়ো নথি-সহ গ্রেফতার গৃহশিক্ষক। উদ্ধার ভুয়ো বার্থ সার্টিফিকেট, রিফিউজি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট। ধৃতের বাড়ি থেকে উদ্ধার একাধিক সরকারি দফতরের ভুয়ো রবার স্ট্যাম্প। ধৃত গৃহ শিক্ষকের ৫ দিনের পুলিশ হেফাজত।