ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঠিক যেন রুদ্ধশ্বাস কোন সিনেমার অ্যাকশন সিন। ডাকাত দলের পিছু নিয়েছিল পুলিশ (Hooghly Robber-Cops Clash)। ক্রমশ কমে আসছিল দুটি গাড়ির দূরত্ব। পুলিশের হাতের নাগালে চলেই এসেছিল ডাকাত দল। ঠিক সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা (Hooghly Robber-Cops Clash)। ঘটনায় আহত দুই পুলিশ কর্মী। তাতেও শেষ রক্ষা হল না। দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও, শেষমেশ বাকি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক দু’টি বাইক। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
কি ঘটেছে ? (Hooghly Robber-Cops Clash)
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। পূর্ব বর্ধমানের কালনার (Kalna) দিক থেকে এস টি কে কে রোড (STKK ROAD) দিয়ে দু’টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা (Mogra) থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল (Hooghly Robber-Cops Clash)। সেসময় দু’টি নম্বর প্লেটহীন বাইকে করে চার দুষ্কৃতী কল্যানী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে।
পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা (Hooghly Robber-Cops Clash)
নাকা চেকিংয়ে বাধা পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা(Hooghly Robber-Cops Clash)। আর টি মোবাইল ভ্যান থেকে অন্য পুলিশদের সতর্ক করে দেওয়া হয়। কালিতলা ব্রিজের কাছে রাস্তা আটকায় তারা। ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিশের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ ছুঁড়ে মারে গাড়ির সামনে।
আরও পড়ুন: Weather Update: কবে স্পর্শ হবে শীতের চুম্বন? বড় খবর দিল হাওয়া অফিস
গ্রেফতার ২ দুষ্কৃতী
দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে পুলিশের গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে যায়। দুই পুলিশকর্মী আহতও হয় বলে খবর। দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধ্বস্তাধস্তি চলে। সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। ধ্বস্তাধস্তিতে দু’জনই ব্রিজের নীচে পড়ে যায়। তবু দুষ্কৃতীকে ধরে রাখেন। পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: Hooghly News: শিশুর রহস্য মৃত্যু! ‘খুনের’ অভিযোগ ডাকাতদের বিরুদ্ধে
উদ্ধার আগ্নেয়াস্ত্র, পলাতক ২ দুষ্কৃতী
দুষ্কৃতীদের কাছ থেকে একটি ওয়ান শাটার উদ্ধার হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, দু’টি বাইকে দুষ্কৃতীরা পালাচ্ছিল। নাকা চেকিংয়ের সময় পুলিশের আরটি ভ্যান লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। পুলিশ সাহসিকতার সঙ্গে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। দুটি বাইকই উদ্ধার হয়েছে। এসপি জানান, ঘটনাস্থল থেকেই এক জনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও এক জনকে ধরে পুলিশ।বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল।