ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তরুণ মনসুখানি পরিচালিত (Housefull 5 has 2 climax), কমেডি থ্রিলার ছবিটিতে আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, সোনম বাজওয়া এবং জ্যাকলিন ফার্নান্দেজ।
একই সিনেমা, দুই ভার্সন (Housefull 5 has 2 climax)
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম পর্ব এবার এক নতুন রূপে বড় পর্দায় আসতে চলেছে (Housefull 5 has 2 climax)। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে দুটি আলাদা ভার্সনে—৫এ ও ৫বি—যার প্রতিটির ক্লাইম্যাক্স আলাদা হবে।
১৯৮৫ সালের হলিউড সিনেমা ‘Clue’-তে একবার এই ধরনের একাধিক শেষ দেখানো হয়েছিল। তারপর থেকে এই ফর্ম্যাটটি পাশ্চাত্যে তেমনভাবে আর দেখা যায়নি। তবে নাদিয়াদওয়ালা মনে করছেন, এই ফরম্যাটে এখনও অনেক সম্ভাবনা আছে। তিনি আমেরিকান বিনোদন সংস্থা ভ্যারাইটিকে বলেন, “একাধিক ক্লাইম্যাক্স, একাধিক অভিজ্ঞতা নিয়ে কাজ করার ভাবনাটা আমার মাথায় প্রায় ৩০ বছর ধরে ছিল। ‘হাউসফুল ৫’ কে আমি থ্রিলার কমেডি বানাতে চেয়েছিলাম। তাই আমার বহুদিনের পরিকল্পনা বাস্তবায়িত করার এটাই ছিল সেরা সুযোগ।”
চেনা মুখ, নতুন মোড় (Housefull 5 has 2 climax)
এই সিনেমা পরিচালনা করছেন তারুণ মানসুখানি (Housefull 5 has 2 climax)। গল্প সাজিদ নাদিয়াদওয়ালার। চিত্রনাট্য লিখেছেন তিনি ও ফরহাদ সামজি। এতে আবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও অভিষেক বচ্চনকে। আরও থাকছেন নারগিস ফাখরি, সোনম বাজওয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানাপাটেকর ও চাঙ্কি পাণ্ডে।
আরও পড়ুন: Shakib Khan: আবারও বিয়ের পিঁড়িতে শাকিব খান! কে হবেন তৃতীয় স্ত্রী?
লাক্সারি ক্রুজে উত্তরাধিকার আর খুনের রহস্য
গল্পে দেখা যাবে, এক বিলিয়নিয়ারের মৃত্যুর পর তার উত্তরাধিকার দাবি করে তিনজন প্রতারক এক বিশাল লাক্সারি ক্রুজে উঠে পড়ে। হঠাৎ সেখানে ঘটে এক খুন। আর তার পর থেকেই সব উলটপালট হয়ে যায়। তিনজনেই সন্দেহভাজন। এরপর তদন্তের পথ কোন দিকে যাবে এবং আসল খুনি কে—এই উত্তর দুই ভার্সনে ভিন্ন হবে বলে জানিয়েছেন প্রযোজক।
দর্শকের জন্য দ্বিগুণ মজা
দেশের বড় মাল্টিপ্লেক্স চেনগুলো ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছে কীভাবে তারা দুটি ভার্সন চালাবে। পিভিআর ইনক্স-এর চিফ বিজনেস স্ট্র্যাটেজি অফিসার কামাল গিয়ানচাঁদানি বলেন, “আমাদের প্রতিটি হলে দুই ভার্সনই চলবে। কখনও আলাদা শো টাইমে, আবার কখনও একাধিক স্ক্রিনে। এতে দর্শকের বিকল্প বাড়বে, রকমফের থাকবে, আর হলে ফেরারও কারণ তৈরি হবে।”
আরও পড়ুন: Saika Subha Tannu: হিরো আলমের জন্য বিদেশের চাকরি ছাড়লেন সুন্দরী, শুরু নতুন জীবন?
ছবিটির ডিস্ট্রিবিউশন পার্টনার Pen Marudhar জানিয়েছে, এই ফরম্যাট দর্শকদের জন্য এক নতুন ধরনের ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দেবে। তাঁদের কথায়, “থিয়েটারে সিনেমা দেখা আরও একটা ধাপ এগিয়ে যাবে।”
কবে মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’?
‘হাউসফুল ৫’ মুক্তি পাবে ৬ জুন, ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে। কোন ভার্সন আপনি দেখবেন, তা বেছে নিতে প্রস্তুত থাকুন—আর চাইলে দুটোই দেখতে পারেন। শেষ তো আলাদাই!