ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্বেতার বাড়ির লোকের অভিযোগ শ্বেতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আর তার জেরেই শ্বেতার এই পরিণতি (Housewife Mysterious Death)। সেই নিয়ে শ্বেতা প্রতিবাদ করাতেই তাঁর উপর অত্যাচার চালানো হয়।
Kolkata News (Housewife Mysterious Death)
নারকেলডাঙা থানা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম শ্বেতা প্রসাদ সাহু (২৮)। মৃতার পরিবারের বিস্ফোরক অভিযোগ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতার বাবার অভিযোগ, তাঁর মেয়ের দুটি কন্যাসন্তান রয়েছে, পুত্রসন্তান না হওয়ায় শ্বশুরবাড়িতে মারধর করা হতো। শ্বশুরবাড়িতে অত্যাচারের কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে (Housewife Mysterious Death)।
যদিও শ্বেতার স্বামী রোহিত কুমারের দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। ঘরের ভিতর থেকে তাঁর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশি জেরায় রোহিত আরও জানিয়েছেন, বুধবার সকাল সাতটায় তিনি কাজের জন্য বাড়ি থেকে বের হন। ১১টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। তাঁদের পূর্বনির্ধারিত ট্যুর নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। শ্বেতা এর পরেই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।
শ্বেতার বাপের বাড়ির লোকেরা আরও অভিযোগ করেছেন যে, শ্বেতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়ে শ্বেতা প্রতিবাদ করাতেও তাঁর উপর অত্যাচার চালানো হয়। অভিযোগ, শ্বেতা পরপর ২ বার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় নাকি আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্বেতার স্বামী। এমনই গুরুতর অভিযোগ করেছেন শ্বেতার বাপের বাড়ির লোকেরা (Housewife Mysterious Death)।
আরও পড়ুন: Lifestyle: ভুলেও কিন্তু এই ভুলগুলো না, তাহলেই হতে পারে যন্ত্র বিকল।
গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে নারকেলডাঙা থানার পুলিশ। পুলিশের দাবি, ২০১৫ সালে রোহিতের সঙ্গে শ্বেতার বিবাহ হয়। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে। গত দুই বছর ধরে দু’জনের সম্পর্কে ফাটল ধরে। মাঝেমধ্যেই দু’জনের বিবাদ হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরাও। গৃহবধূ অবসাদ থেকে আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা সম্ভব না বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ (Housewife Mysterious Death)।