ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাস্তুশাস্ত্র হল প্রাচীন ভারতীয় স্থাপত্য শিল্পের একটি অংশ। বাস্তুশাস্ত্রে(Vastu Dosh) পজিটিভ ও নেগেটিভ এনার্জির উল্লেখ রয়েছে। পজিটিভ এনার্জি সংসারে সুখ শান্তি নিয়ে আসে এবং নেগেটিভ এনার্জির কারণে সংসারে অশান্তি হয়। এছাড়াও কী ভাবে বাড়ি বানালে এবং বাড়ির কোন অংশে কী রাখলে সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে, তাই জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে। বাড়ির বাস্তু ঠিক না থাকলে সেখানে বাস্তুদোষ তৈরি হয়। বাস্তুদোষের কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়। জেনে নিন আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা। আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে বুঝবেন কী উপায়ে?
বাসিন্দারা মানসিক ভাবে মুষড়ে থাকেন (Vastu Dosh)
যে বাড়িতে বাস্তুদোষ(Vastu Dosh) থাকে, সেই বাড়ির বাসিন্দারা মানসিক ভাবে মুষড়ে থাকেন। বাড়ির সদস্যদের মধ্য সদ্ভাব কমে আসে, বরং নিজেদের মধ্যে সব সময় অশান্তি ও ঝামেলায় জড়িয়ে থাকেন এঁরা। আপনার সংসারেও এমন ঘটনা ঘটলে তা কিন্তু গুরুতর বাস্তুদোষের ইঙ্গিত দিচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক থাকলে এবং রাতে ঘুম না হলে তা বাস্তুদোষের লক্ষণ।
নেগেটিভ চিন্তা (Vastu Dosh)
বাস্তুদোষের কারণে পরিবারের সদস্যদের মাথায় সব সময় নেগেটিভ চিন্তা আসে(Vastu Dosh)। এঁরা পরিশ্রম করেও কাঙ্খিত সাফল্য পান না। কোনও কাজ করার থেকে সারাদিন টিভি, মোবাইল দেখে সময় কাটাতে ভালোবাসেন। মাথায় যদি সব সময় খারাপ চিন্তা আসে, তা হলে এই সব বাস্তু দোষের লক্ষণ।

আরও পড়ুন:Thursday Lucky Zodiacs: ধনিষ্ঠা নক্ষত্রে গজকেশরী যোগ, ভগবানের আশীর্বাদ লাভ ৫রাশির
বাস্তুদোষের লক্ষণ
বাস্তুদোষ থাকলে সংসারে অভাব পিছু ছাড়ে না। একের পর আর্থিক সংকটের মুখে পড়ে জেরবার হতে হচ্ছে? বারবার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবারের সদস্যরা? তাহলে নিশ্চিত ভাবে ওই বাড়িতে বাস্তুদোষ আছে। চেষ্টা করেও যদি খরচে রাশ টানতে না পারেন, চিকিৎসা খাতে যদি সমানে অতিরিক্ত খরচ হতে থাকে, তাহলে বলা যেতে পারে বাস্তুদোষের(Vastu Dosh) কারণেই এই সব সমস্যা হচ্ছে।
আরও পড়ুন:Shraaddha Shanti: শ্রাদ্ধের দিন ভুলেও করবেন না এসব কাজ, ঘরে আসবে অশান্তি
বাস্তুদোষ দূর করার উপায়
বাস্তুদোষ দূর করতে বাড়ির মূল দরজায় হলুদ ও কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এর ফলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশে বাধা পাবে। রান্নাঘরের অগ্নিকোণে সব সময় একটি লাল রঙের বাল্ব জ্বালিয়ে রাখাও বাস্তুদোষ দূর করার জন্য কার্যকরী। বাস্তুদোষ দূর করার জন্য নিয়মিত রামচরিতমানস বা রামায়ণ, মহাভারত বা বিভিন্ন পুরাণ বা যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। বাস্তুদোষ দূর করতে ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে নিন। সেটিকে ঘরে রেখে দিন এতে ঘরের পরিবেশ শুদ্ধ। বাড়ির কোনও নির্দিষ্ট কোণে বাস্তুদোষ তৈরি হলে সেখানে কর্পূর জ্বালান। নিয়মিত ভাবে কর্পূরের ধোঁয়া দিয়ে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। এছাড়াও ঘরে রাখতে পারেন বাস্তু যন্ত্র।