ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিবেক ওবেরয় (Vivek Oberoi), সবাই বলে তাঁকে নাকি বলিউড (Bollywood ) বয়কট করেছে। কিন্তু তাঁর সম্পত্তির পরিমাণ জানেন কত? যারা এখন বলিউডে রাজ করছে, তাদের থেকে বেশি কিংবা সমতুল্য। বলে বলে গোল দেবে রণবীর কাপুরকেও (Ranbir Kapoor)। সম্পত্তির পরিমাণ জানেন কত?
সালমানের সঙ্গে বিবাদ (Vivek Oberoi)
বিটাউনে তাঁর সঙ্গে সলমন খানের (Salman Khan) বিবাদের কথা সবাই জানেন। এমন কি, ভাইজান তাঁকে হুমকিও দিয়েছিলেন। এমন অভিযোগ করেছিলেন বিবেক (Vivek Oberoi)। ঐশ্বর্যা (Aishwarya ) আর সলমনের প্রেমের মাঝে পড়েই নাকি তাঁর ক্যারিয়ারের দফা রফা হয়ে গিয়েছিল। পরবর্তীকালে বিবেক প্রত্যাবর্তন করেছেন ঠিকই। কিন্তু সেভাবে জোর কদমে কাজ করতে পারেননি। কিন্তু তার সত্বেও রণবীর কাপুর থেকে শুরু করে আল্লু অর্জুন, এদের থেকে তিনি পিছিয়ে নেই। সম্পত্তির পরিমাণ প্রায় একই।
বিবেকের সম্পত্তির পরিমাণ (Vivek Oberoi)
বিবেকের (Vivek Oberoi) সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা। এখন সিরিজে কাজ করছেন। দক্ষিণ ভারতেও কাজ করছেন। লুসিফার ছবিতেও তাকে দেখা গিয়েছে। কিন্তু জানেন কি? অভিনয় করে তিনি যা আয় করেন, তার থেকেও বেশি আয় করেন ব্যবসা করে। আজ্ঞে হ্যাঁ।
আরও পড়ুন: Poulomi Das Marriage: পুরো বাঙালিয়ানায় মোড়া পৌলমীর বিয়ে, মেনুতে দুর্দান্ত চমক
আছে বড় ব্যবসা
অভিনেতার জমির বাড়ির সংক্রান্ত বিশাল ব্যবসা রয়েছে। এছাড়াও রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। শুধুমাত্র মারজান দ্বীপেই রয়েছে প্রায় ২৩০০ একরের উপর সম্পত্তি। একটি ইউনিভার্সিটির সহপ্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তো বিনিয়োগের ব্যবসা রয়েছে প্রচুর। বলিপাড়ায় ফুলদমে না থেকেও, কিভাবে যে পকেট ভরানো যায়, তা খুব ভালোভাবেই জানে বিবেক।
চর্চার কেন্দ্রে তিনি
বর্তমানে বলিউডের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। আর এই চর্চার কেন্দ্রবিন্দুর কারণ তাঁর সম্পত্তির পরিমাণ। সম্প্রতি একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিনান ব্ল্যাক ব্যাজ কিনেছেন। সেই ভিডিয়ো শেয়ার করেন। এই গাড়ির দাম প্রায় ১২ কোটি ২৫ লক্ষ টাকা। ভিডিয়োতে দেখা যায় গাড়ির চাবি বাবা-মায়ের হাতে তুলে দিচ্ছেন, সঙ্গে রয়েছেন স্ত্রী। বলাবাহুল্য এই গাড়ি বলিউড তারকাদের পছন্দের শীর্ষে রয়েছে। আর সেই গাড়ি তিনি কিনে সকলকে প্রায় তাক লাগিয়ে দিয়েছেন। আর যার জন্য সবার মনে প্রশ্ন জেগেছে, তিনি ঠিক কত টাকার মালিক?
আরও পড়ুন: Didi Number 1: রচনা ম্যাজিকে হাজারের গণ্ডি পার, স্ক্রিপ্ট ছাড়াই তিনি ‘দিদি নম্বর ওয়ান’!
মুম্বইয়ের সম্পত্তি
তথ্যসূত্রে জানা যায় , বিবেকের মুম্বইয়ে একটি বিলাসবহুল বাংলো রয়েছে। আধুনিক ধাঁচে তৈরি এই বাড়ির ডেকোরেশন চমকে দেওয়ার মতো। তাছাড়া রয়েছে ল্যাম্বরগিনি গ্যালাডো, ক্রাইসলার, দুটি মার্সিডিজের মডেল ও একাধিক আলিশান গাড়ি।
আয়ের উৎস
বিবেক ওবেরয় এখন সিনেমা খুব বেশি করেন না। অভিনয় করে বড়জোর তিন থেকে চার কোটি টাকা কামান। তাঁর এই বিপুল সম্পত্তির উৎস হল ব্যবসা। হ্যাঁ, এই তালিকায় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, মেগা এন্টারটেইনমেন্ট প্রোডাকশনও রয়েছে। কর্ম ইনফ্রাস্ট্রাকচার নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিও রয়েছে। এছাড়াও বিবেক ওবেরয় বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন।