ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান যুগে চোখের সমস্যা প্রায় সবারই। আর এই যন্ত্রনির্ভর যুগে চোখের সমস্যা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খুদে থেকে বৃদ্ধ— চশমা ব্যবহার করেন অনেকেই। রোজ ব্যবহার করলে চশমায় ময়লা জমবে, সেটাই স্বাভাবিক। পরিষ্কার না রাখলে চশমার কাচ অল্পদিনেই বদলাতে হয়। সেটা সত্যিই ব্যয়সাপেক্ষ। তাই অনেকেই হাতের সামনে যা পান তা দিয়েই চশমা মুছে(Cleaning Hacks) ফেলেন। কেউ আবার রুমাল কিংবা সুতির পাতলা কাপড় দিয়ে চশমার কাচ মুছে নেন। তাতে ধুলো একেবারেই পরিষ্কার হয় না। বরং কাচ নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এরফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তবে কয়েকটি উপায় আছে চশমার কাচ পরিষ্কার করার। দেখে নিন টিপস।
টুথ পেস্ট(Cleaning Hacks)
চশমার কাচ পরিষ্কারের অন্যতম একটি উপায় হল টুথপেস্ট। টুথপেস্ট দিয়ে যেমন নখ পরিষ্কার করে তাকে ঝকঝকে করা যায়, তেমনই চশমার কাচও সহজে এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা যায়। ভীষণ সহজ উপায়ও রয়েছে এই চশমা পরিষ্কারের। সামান্য টুথপেস্ট চশমার কাচে লাগিয়ে নিন। পরে জল দিয়ে ধুয়ে সুতির নরম কাপড় দিয়ে চশমা মুছে(Cleaning Hacks)নিন।
বেকিং সোডার ও ভিনিগারের মিশ্রণ(Cleaning Hacks)
বেকিং সোডার সঙ্গে খানিকটা ভিনিগার মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটি চশমার কাচে ভাল করে লাগিয়ে তুলো অথবা সুতির কাপড় দিয়ে ভাল করে ঘষে নিন। চশমা দারুণ পরিষ্কার(Cleaning Hacks) হয়ে যাবে।

আরও পড়ুন: Egg Face Pack: ডিমেই ফিরবে ত্বকের জেল্লা, জানুন কি ভাবে মাখবেন
গ্লিসারিন
শীতে ত্বকের যত্ন নিতে গ্লিসারিন ব্যবহার করেন অনেকেই। সামান্য গ্লিসারিন কিন্তু চশমার কাচ পরিষ্কারের কাজে লাগাতে পারেন। গ্লিসারিন চশমার কাচের জমে থাকা ময়লা দূর করতে ভীষণ ভাবে পারদর্শী।

পাতলা টিস্যু
চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করুন। কাপড় দিয়ে মুছলে, কাপড়ের সুতো থেকে লেন্সে আঘাত পড়তে পারে। ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝানো যাক। চশমার কাচে ধুলো জমে যায়। আর তা যদি কাপড় দিয়ে মোছা হয়, সেই ধুলো আর কাপড়ের ঘষায় কাচে স্ক্র্যাচ পড়তে পারে। টিস্যুতে সে সম্ভাবনা থাকে না। প্রথমে জল দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন।
