Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরমকালে চোখে কাজল(Kajal) পরে বেরনো যেন রীতিমতো যুদ্ধ। অফিস হোক কিংবা বিয়েবাড়ি— যাঁরা খুব একটা সাজতে পছন্দ করেন না, তাঁরাও কিন্তু কাজল পরতে পছন্দ করেন। তবে গরমের মরসুমে কাজল পরলেই ঘাম, ধুলোবালি আর ত্বকের অতিরিক্ত তেলের কারণে ঘণ্টাখানেক পর থেকেই তা গলতে শুরু করে। সাজটাই পুরো মাটি হয়ে যায়। শুধুমাত্র তৈলাক্ত ত্বকের ক্ষেত্রেই নয়, শুষ্ক ত্বকেও এই সমস্যা দেখা দেয়। চোখের নিচে কালো দাগের মতো ছাপ পড়ে যায়, যা দেখতে একেবারেই ভাল লাগে না। কিন্তু কিছু ঘরোয়া টোটকা মানলে এই সমস্যা থেকে মিলতে পারে মুক্তি। জানতে চান, সেগুলি কী?
চোখের চারপাশের ত্বক ভাল করে পরিষ্কার করুন(Kajal)
প্রথমেই যা করতে হবে, তা হল চোখের চারপাশের ত্বক ভাল করে পরিষ্কার করা। সাজ শুরু করার আগে চোখের উপরের ও নিচের অংশ টিস্যু পেপার কিংবা পরিষ্কার সুতির রুমাল দিয়ে মুছে নিন। একটি রুমালে কয়েক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে হালকা হাতে মালিশ করুন। এতে ঘাম ও তেল দুই-ই নিয়ন্ত্রণে থাকবে। কাজল(Kajal) থাকবে দীর্ঘক্ষণ।

প্রাইমারের ব্যবহার(Kajal)
কাজল(Kajal) লাগানোর আগে প্রাইমার ব্যবহার করুন। অনেকেই প্রাইমার এড়িয়ে চলেন, কিন্তু এটি চোখের মেকআপের জন্য অত্যন্ত জরুরি। প্রাইমার শুধু কাজল টিকিয়ে রাখে না, চোখের চারপাশের ত্বককেও করে প্রস্তুত। এর ফলে কাজল লাগানো সহজ হয় এবং তা ঘেঁটে যাওয়ার আশঙ্কাও কমে।
আরও পড়ুন: Sunday Horoscope: রবিবারে ভাগ্য খুলবে কাদের?
চোখের চারপাশে ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ
চোখের চারপাশে বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে হালকা হাতে মালিশ করুন। ক্রিম যেন পুরোপুরি ত্বকের সঙ্গে মিশে যায়। কাজল লাগানোর আগে এই কৌশল নিলে অতিরিক্ত তেলও চলে যায়, চোখের চারপাশ পরিষ্কারও হয়।

চোখের কোণে তৈলাক্তভাব কমাতে ইয়ার বাডের ব্যবহার
যাঁদের ত্বক বেশি তেলতেলে, তাঁরা চোখের কোণে জমা হওয়া অতিরিক্ত তেল সাফ করার জন্য একটি ইয়ার বাড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিতে পারেন জায়গাটি।

আরও পড়ুন: Banana vs Dates: কলা নাকি খেজুর? কোনটায় বেশি উপকার?
কাজল লাগানোর পর আইশ্যাডোর একটি পরত দিন
অশ্রুরেখায় কাজল লাগান? ভিতরের দিকে জল বেশি থাকায় কাজল স্মাজ হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। আইলাইনের নীচে কাজল লাগানোর পরে কালো কিংবা ব্রাউন আইশ্যাডো দিয়ে আরও একটি পরত দিন। এতে কাজল লেপ্টে গেলেও সহজে বোঝা যাবে না, আবার ধোঁয়াটে বা ‘স্মোকি লুক’-ও আসবে।