ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকাল মানেই একরাশ (How To Protect Smartphone) আনন্দ, আবার সঙ্গে আসে প্রযুক্তিগত দুশ্চিন্তা, বিশেষ করে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়ে প্রিয় ফোনটি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজন কিছু সচেতনতা ও প্রস্তুতি। নিচে বর্ষাকালে স্মার্টফোনকে নিরাপদে রাখার জন্য দশটি কার্যকর পরামর্শ দেওয়া হলো।
ওয়াটারপ্রুফ মোবাইল কভার (How To Protect Smartphone)
প্রথমেই বলতেই হয়, বাইরে বের হওয়ার সময় অবশ্যই একটি ভালো (How To Protect Smartphone) মানের ওয়াটারপ্রুফ মোবাইল কভার বা জিপলক ব্যাগ সঙ্গে রাখুন। হঠাৎ বৃষ্টি হলে এটি ফোনকে রক্ষা করতে পারে। যারা বাইক বা স্কুটারে চলাফেরা করেন, তারা IP68 রেটিং যুক্ত বা মিলিটারি-গ্রেড ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করলে আরও নিরাপদ থাকবেন।
ভেজা হাতে ফোন চার্জ দেওয়া (How To Protect Smartphone)
দ্বিতীয়ত, বর্ষাকালে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো ভেজা হাতে ফোন চার্জ দেওয়া। যদি ফোন বা হাত ভেজা থাকে, তাহলে চার্জ দেওয়া একদম উচিত নয়। এতে শর্ট সার্কিট বা বৈদ্যুতিক শকের আশঙ্কা থাকে।
বাতাসে আর্দ্রতা
তৃতীয়ত, বাতাসে আর্দ্রতার কারণে ফোন দ্রুত গরম হতে পারে এবং ব্যাটারিও তাড়াতাড়ি শেষ হয়। তাই এই সময় ফোনে ব্যাটারি সেভার মোড চালু রাখুন, বিশেষ করে যখন আপনি বাইরের পরিবেশে থাকেন বা চার্জিংয়ের সুযোগ কম।
কাঁচা চাল বা সিলিকা জেল প্যাকেট
চতুর্থত, যদি ফোনটি কোনোভাবে জলে ভিজে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করুন। ভুল করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। বরং ফোনটিকে পরিষ্কার কাপড়ে মুছে নিয়ে ভেতরের আর্দ্রতা দূর করতে কাঁচা চাল বা সিলিকা জেল প্যাকেটের মধ্যে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখুন।
ডেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা
পঞ্চম পরামর্শ, আপনার ফোনের গুরুত্বপূর্ণ ডেটা যেমন ছবি, ভিডিও, কনট্যাক্ট, চ্যাট-এই সব কিছু নিয়মিত ক্লাউড সার্ভিস (যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড) বা কম্পিউটারে ব্যাকআপ নিন। ফোন ভিজে গেলে ডেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন: Pumpkin Seeds: কুমড়োর বীজ ছোট কিন্তু পুষ্টিতে ভরপুর, কখন খাওয়া সবচেয়ে উপকারি?
আরেকটি দরকারি টিপস হলো-ফোনের চার্জিং পোর্ট ও স্পিকারের জায়গাগুলো পরিষ্কার রাখা। আর্দ্রতা বা ধুলো জমে গেলে ফোন চার্জ নিতে সমস্যা করতে পারে। নরম ব্রাশ বা ব্লোয়ার দিয়ে এই অংশগুলো নিয়মিত পরিষ্কার করুন। বৃষ্টির মধ্যে সরাসরি কানে ফোন ধরে কথা বলাও ঝুঁকিপূর্ণ। ফোন ওয়াটার রেসিস্ট্যান্ট হলেও এই সময় তারযুক্ত ইয়ারফোন বা ব্লুটুথ হেডসেট ব্যবহার করা নিরাপদ। সবশেষে, ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, বিশেষ করে চার্জ করার সময়, তাহলে অবিলম্বে চার্জিং বন্ধ করে ফোনটিকে ঠান্ডা হতে দিন। এইসব সহজ সতর্কতা মেনে চললেই বর্ষাকালে আপনার স্মার্টফোন থাকবে নিরাপদ এবং আপনি থাকবেন চিন্তামুক্ত।