ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভালো ভাবে হাঁটতে পারছেন না, হাতে রয়েছে ক্রাচ (Hrithik Roshan)। বলিউড সুপারস্টার (Bollywood Superstar) হৃতিক রোশনের (Hrithik Roshan) এহেন অবস্থা দেখে চিন্তায় অনুরাগীরা। অনেকেই উদ্বিগ্ন। মনে জড়ো হচ্ছে একগুচ্ছ প্রশ্ন। হৃতিকের জীবনে বড় অঘটন ঘটে গিয়েছে। কীভাবে দুর্ঘটনার মুখোমুখি হলেন তিনি? সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন, ‘ওয়ার ২’ (War 2) ছবির কাজ নিয়ে। অভিনেতার এহেন অবস্থা দেখে, অনুরাগীরা হৃতিকের স্বাস্থ্যের পাশাপাশি ‘ওয়ার ২’ ছবির মুক্তি নিয়ে বেশ চিন্তিত।
দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে হৃতিক (Hrithik Roshan)
গত শুক্রবার অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে হৃতিক রোশনকে (Hrithik Roshan) যোগ দিতে দেখা গিয়েছে। তখনই দেখা যায় যে, তিনি হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন। গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। আর সেই ছবি দেখে বেজায় চিন্তিত হৃতিক অনুরাগীরা।
নাচের দৃশ্যে চোট ! (Hrithik Roshan)
অভিনেতা (Hrithik Roshan) যে ‘ওয়ার ২’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত, তা অনেকদিন আগেই জানা গিয়েছে। গত বছর থেকেই চলছে এই ছবির প্রস্তুতি। এই ছবি নিয়ে অনুরাগী মহলে কৌতূহল কম নেই। প্রথম দিকে শোনা যায়, এই ছবিতেই একটি বিশেষ নাচের দৃশ্য রয়েছে। এছাড়াও এই ছবির নাচ নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। হৃতিকের এই নাচের দৃশ্য রয়েছে জুনিয়র এনটিআরের সঙ্গে। আর সেই নাচ প্র্যাকটিসের সময় ঘটেছে বিপত্তি। অভিনেতা হাঁটুতে চোট পেয়েছেন। বলিউডের অন্দরের জল্পনা বলছে, প্র্যাকটিসের সময় বেশ কিছু কঠিন ভঙ্গিমায় অভিনেতা নাচার চেষ্টা করছিলেন। তখনই তাঁরা পায়ে গুরুতর চোট লাগে। আপাতত চিকিৎসকদের পরামর্শেই রয়েছেন তিনি।
আরও পড়ুন: Saheb-Susmita: সাহেবের দোলে নতুন সঙ্গী সুস্মিতা, মনে কি তবে প্রেমের রং লাগল?
হৃতিকের ম্যানেজারের বক্তব্য
যদিও অভিনেতার ম্যানেজার এই খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, হাঁটুতে ভীষণ চোট পেয়েছেন অভিনেতা। তবে শুটিং করতে গিয়ে নয়, ‘ওয়ার ২’ ছবির অ্যাকশন দৃশ্যের মহড়া দিতে গিয়েই এমন বিপত্তি ঘটেছে। চিকিৎসক কিছুদিন বিশ্রামে থেকে, তারপর শুটিংয়ে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ছবির মুক্তি নিয়ে প্রশ্ন
হৃতিক পায়ে চোট পাওয়ায় প্রশ্ন উঠছে, ওই বিশেষ দৃশ্যের শুটিং নিয়ে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৫ এর আগস্ট মাসে। স্বাভাবিক ভাবেই যদি শুটিং পিছিয়ে যায়, তাহলে ছবির মুক্তিও পিছিয়ে যেতে পারে। তাছাড়া এই ছবির পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। ২০১৯ এর ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল এটি। প্রসঙ্গত পরিচালক অয়নও এখন হৃতিকের এই নতুন ছবির পরিচালনায় ব্যস্ত। তার মাঝেই তিনি বাবাকে হারালেন। কিন্তু যেহেতু হৃতিক চোট পেয়েছেন, সেক্ষেত্রে শুটিং পিছিয়ে গেলে আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়া চাপের হয়ে যাবে। ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক ছাড়াও দেখতে পাবেন কিয়ারা আডবাণী, জন আব্রাহাম, জুনিয়র এনটিআর সহ বহু তাবড় তাবড় তারকাদের।