ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দু’জনের পথ বহুদিন আগেই আলাদা হয়েছে (Hrithik Roshan)। দু’জন দু’জনের মতো করে ব্যক্তি জীবনটা গুছিয়ে নিয়েছেন। দু’জনেই নতুন করে প্রেমে পড়েছেন। তবে দুই ছেলেকে সময় দিয়ে যাচ্ছেন তাঁরা। বাবা-মা হিসেবে নিজেদের দায়িত্ব পালনে কোনও খামতি রাখেননি।
নতুন পথ (Hrithik Roshan)
এটা ঠিক যে, তাঁদের ব্যক্তি জীবন অনেক ঝড় ঝপটা দিয়ে গেছে। সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেও রয়ে গিয়েছে একটা ভালো বন্ধুত্ব। বলা হচ্ছে, হৃতিক রোশন ( Hrithik Roshan) এবং সুজান খানের (Sussanne Khan) কথা। এবার নতুন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান। এমনকি ভাড়া নিয়ে ফেলেছেন, বিলাসবহুল একটি ফ্ল্যাট। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন সমীকরণে চলছে, হৃতিক এবং সুজানের সম্পর্ক? সুজানের ফ্ল্যাটের ভাড়া প্রতি মাসে কত জানেন? জানলে অবাক হয়ে যাবেন।
নতুন প্রেমের মাঝেও সন্তানকে সময় (Hrithik Roshan)
হৃতিক-সুজানের ঘর ভেঙেছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। অপরদিকে নতুন প্রেমিকা সাবা আজাদকে নিয়ে বেশ খুশিই রয়েছেন অভিনেতা (Hrithik Roshan)। সুজান খানও নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন আলি গোনির ভাই আর্সলানের চোখে। তবে এটা ঠিক, এতকিছুর পরেও হৃতিক আর সুজনের মাঝে কোনও শত্রুতা নেই। বরং দুজনেই তাঁদের মতো করে নিজেদের অবস্থানটা মেনে নিয়েছেন। নতুন প্রেমের মাঝেও সময় করে তাঁরা দুই ছেলের কাছে যান। দুই ছেলেকে সময় দেন।
আরও পড়ুন: Bhaggyolokkhi: স্যুটকেস ভর্তি টাকা পেলেন সোলাঙ্কি, সামনে বিপদ! নতুন গল্পে ‘ ভাগ্যলক্ষী’
ঘর বাঁধতে চলেছেন সুজান
এসবের মাঝে, সব থেকে বড় খবর হল, এবার সুজান নতুন করে ঘর বাঁধতে চলেছেন আর্সলানের সঙ্গে। বিগ বসের প্রতিযোগী ছিলেন আলি গোনি। তাঁর ভাই আর্সলান গোনির সঙ্গে সুজানের বন্ধুত্ব বহুদিনের। এমনকি দু’জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গিয়েছে। পুরনো বাড়ি ছেড়ে ভাড়া নিয়েছেন একটি নতুন ফ্ল্যাট। বলিপাড়ার গুঞ্জন বলছে, এই একটি ফ্ল্যাটের ভাড়া, প্রতি মাসে প্রায় আড়াই লক্ষ টাকার কাছে।
আরও পড়ুন: Madhumita Sarcar: টলিপাড়ায় বড় খবর, নতুন বছরেই বিয়ে করছেন মধুমিতা
পরস্পরের প্রতি অজানা টান
প্রসঙ্গত, সুজান এবং হৃতিকের সম্পর্ক প্রায় ১৪ বছর টিকে ছিল। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। যখন তাঁরা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিল, রীতিমত অবাক হয়ে যায় অনুরাগীরা। তবে এটা স্পষ্ট, দুজনের সম্পর্কের মধ্যে একটা অজানা টান রয়েছে। যে টান দুজনে কেউই অস্বীকার করতে পারে না। এর আগেও সুজান, বারংবার বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী হৃতিক তাঁর জীবনের আলোর উৎস। যে আলো সারা জীবন তাঁর সঙ্গী হয়ে থাকবে। দু’জনে প্রেম করে বিয়ে করেছিলেন। ‘ কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে সাফল্য পেতেই, বেশি দেরি করেননি হৃতিক। প্রেমিকা সুজান খানকে বিয়ে করেছিলেন। কিন্তু ভালোবাসা মনে হয় চিরস্থায়ী হয় না! কিংবা ভালোবাসা চিরস্থায়ী হয়, শুধু বদলে যায় ভালোবাসার মানুষগুলো। আর তাই তো সিনে দুনিয়ায় বিচ্ছেদের এত রমরমা।