ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিতর্কিত মন্তব্যের জন্য বেশকিছু দিন আগেই সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ফের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় বিতর্কে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir Controversy)।
”মুর্শিদাবাদের বেলডাঙার সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিজেই একজন আতঙ্কবাদী, সে বরাবর সাম্প্রদায়িক দাঙ্গা,হাঙ্গামা লাগার চেষ্টা করে।” শুক্রবার সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করে বিতর্কে জড়ান রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির (Humayun Kabir Controversy)।
শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠান ছিলো। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ন কবির (Humayun Kabir Controversy)।
আরও পড়ুন: https://tribetv.in/mid-day-meal-controversy-at-asansol-areas/
এর আগেও গত ডিসেম্বর মাসে বিধানসভার অধিবেশন চলাকালীন বাবরি মসজিদ ইস্যু নিয়েও বিতর্কে জড়ান তিনি। সেই সময় তিনি বলেন, ”মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য উপযুক্ত স্থান হতে পারে, কারণ এই জেলার মুসলিম জনগণের মধ্যে এটি একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।” ২০২৫ সালের ৬-ই ডিসেম্বর শিলান্যাস করার কথাও জানান তৃণমূল বিধায়ক (Humayun Kabir Controversy)।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-fire-news-at-hungerford-street-areas/
তিনি মুখ খুললেই নাকি বিতর্ক তৈরি হয়। যদিও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সংযত হতে। তাঁকে শোকজের নোটিসও দিয়েছিলেন। পড়শি দেশে যখন লাগাতার হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে ঠিক সেই সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় কুড়িয়েছেন বঙ্গ রাজনীতির এই বিধায়ক। হুমায়ুন কবীর কি রাজনীতি ছেড়ে ধর্মে মনোনিবেশ করছেন? কেন বার বার ধর্মীয় ইস্যুতে মন্তব্য করছেন। প্রশ্ন জনমনে, প্রশ্ন বঙ্গ রাজনীতিতেও (Humayun Kabir Controversy)।