ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আকবরপুর সাদাত গ্রামে এক ব্যক্তিকে সাপের ছোবল! তাও দশবার (Meerut Incident)। এভাবেই এক ব্যক্তির মৃত্যুর কোলে ঢলে পড়ার কথা জানা গিয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধারও করা হয়েছিল সাপটিকে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই চমকে উঠেছে পুলিশ। যা বলছে, বিষক্রিয়া নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে অমিত নামের ওই যুবককে।
এক যুবকের প্রেমের সম্পর্ক হয় (Meerut Incident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিতার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক হয় এক বছর আগে (Meerut Incident)। কিন্তু সেই পরকীয়ার কথা জানতে পেরে গিয়েছিলেন স্বামী অমিত। আর সেই কারণেই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে রবিতা ও তার প্রেমিক। কিন্তু শেষপর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো আসল ঘটনা। যা দেখে হতবাক এলাকাবাসী। ঘটনাস্থল থেকে উদ্ধারও করা হয়েছিল সাপটিকে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই চমকে উঠেছে পুলিশ। যা বলছে, বিষক্রিয়া নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে অমিতকে।
সাপটি ছেড়ে দেওয়া হয় (Meerut Incident)
পেশায় শ্রমজীবী অমিতের মৃত্যুতে গ্রামে চাঞ্চল্য ছড়ায় (Meerut Incident)। প্রথমে সকলেই মেনে নিয়েছিল, সাপের কামড়েই মারা গিয়েছেন তিনি। কিন্তু পুলিশ সুপারিটেন্ডেন্ট রাকেশ কুমার জানিয়েছেন, ”অভিযুক্তরা এক হাজার টাকা খরচ করেছিল পার্শ্ববর্তী এলাকা থেকে সাপটিকে এনেছিল ওই মহিলা। তদন্তে নেমে আমরা জানতে পেরেছি ওই ব্যক্তিকে খুন করে সেখানে সাপটি ছেড়ে দেওয়া হয়, যাতে সহজেই লোকে বিশ্বাস করে।”
আরও পড়ুন: Train ATM: ট্রেনের মধ্যে বসল ATM, বড় উদ্যোগ ভারতীয় রেলের
গলা টিপে মেরে ফেলে
এই মৃত্যুর ঘটনা মনে করাচ্ছে যোগীরাজ্যের আরেক হাড়হিম করা আর এক হত্যাকাণ্ডকে। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে কেটে টুকরো করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে মুসকান নামের এক তরুণী। এবার ফের সেই রাজ্যেই পরকীয়ার কারণে স্বামীকে খুনের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পরে দাবি করে, পুরোটাই ‘নাটক’। সাপটি অমিতের শরীরে ছেড়ে দেওয়ার পর সেটি দংশন করে। কিন্তু তার আগেই গলা টিপে তাঁকে মেরে ফেলার ফলে বিষ শরীরে ছড়ায়নি।
স্বীকারও করে নিয়েছে
পুলিশ গ্রেপ্তার করেছে মৃতের স্ত্রী রবিতাকে। সে জিজ্ঞাসাবাদের মুখে নাকি স্বীকারও করে নিয়েছে প্রেমিকের সঙ্গে মিলে ওই ব্যক্তিকে খুন করার কথা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। রবিতার প্রেমিককে এখনও গ্রেফতার করা হয়নি। তদন্তে নেমেছে পুলিশ।