Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে অবশেষে সমঝোতায় ফিরল ইরান (IAEA Iran Agreement)। মঙ্গলবার এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সংস্থাটি জানায়, ইরান তাদের পরমাণুকেন্দ্রগুলিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে প্রবেশাধিকার দেবে। বুধবার তেহরান থেকেও একই বার্তা আসে। এই সিদ্ধান্ত পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইজরায়েলি হামলার প্রেক্ষাপট (IAEA Iran Agreement)
১৩ জুন রাতে ইজরায়েলি যুদ্ধবিমান তেহরানসহ একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালায়(IAEA Iran Agreement)। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সেই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও গভীর হয়। এর আগে আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি অভিযোগ করেছিলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু বোমা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে।
আমেরিকার ভয়ঙ্কর বিমান হামলা
ইজরায়েলি হামলার নয় দিন পর, ২২ জুন, আমেরিকার বি-২ বোমারু বিমান ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্র—ফোরডো, নাতান্জ় এবং ইসফাহানে আঘাত হানে। ফেলা হয় বাঙ্কার ব্লাস্টার সিরিজের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৫৭। মার্কিন সেনার এই অভিযানকে নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।
আরও পড়ুন : Nepal Gen Z Protest : নেপালের সেনা সদর দফতরের বাইরে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়ালেন বিক্ষোভকারীরা
ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি(IAEA Iran Agreement)
২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হয়(IAEA Iran Agreement)। তবে ওয়াশিংটনের শর্ত অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি তেহরান। ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল পশ্চিম এশিয়ায়।
আরও পড়ুন : AC Local Howrah : শিয়ালদহের পর হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল রুটে চলতে পারে প্রথম এসি ট্রেন
সমঝোতায় নরম সুর(IAEA Iran Agreement)
অবশেষে আয়াতোল্লা খামেনেইয়ের দেশ সুর নরম করে আইএইএ-কে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে(IAEA Iran Agreement)। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রবেশাধিকার নিশ্চিত হওয়ায় কূটনৈতিক মহল মনে করছে, অন্তত আপাতত সামরিক সংঘাতের ভয় কিছুটা হলেও দূর হয়েছে। তবে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির গতি কতটা কমায়, সেটাই আগামী দিনের রাজনীতিতে প্রধান ইঙ্গিত বহন করবে।
১৩ জুন রাতে ইজরায়েলি যুদ্ধবিমান তেহরানসহ একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালায়। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের সেই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও গভীর হয়। এর আগে আইএইএ প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি অভিযোগ করেছিলেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু বোমা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে।